ছুটি কাটাতে দেশের বাইরে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর, জমে উঠেছে তারকা জুটির প্রেম

Published : Jan 03, 2024, 08:22 PM IST
Ananya Pandey

সংক্ষিপ্ত

সদ্য লন্ডনে ছুটি কাটাতে গেলেন অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। বন্ধুদের সঙ্গে পার্টি মুডে দেখা যায় তাঁদের। নতুন বছরকে স্বাগত জানাতে সেখানে গিয়েছিলেন তাঁরা।

ফের খবরে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। বহুদিন ধরে খবরে আছেন তাঁরা। সর্বত্র তাঁদের প্রেম চর্চা। মুখে স্বীকার না করলেও তাঁরা যে সম্পর্কে আছেন তা সকলেরই জানা। প্রায়শই তাঁদের ডেটে দেখা গিয়েছে। এমনকী, এবার ছুটি কাটাতে গেলেন বিদেশ।

সদ্য লন্ডনে ছুটি কাটাতে গেলেন অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। বন্ধুদের সঙ্গে পার্টি মুডে দেখা যায় তাঁদের। নতুন বছরকে স্বাগত জানাতে সেখানে গিয়েছিলেন তাঁরা। ফাঁস হয় সেখানের ছবি। যেখানে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেখানে কালো-খয়েরি বডিকন পোশাকে দেখা যায় অনন্যা। আদিত্যকে দেখা যায় হ্যান্ডসম লুকে। পরনে ছিল কালো সোয়েটার আর কোট।

অধিকাংশের মতে, প্রি হানিমুনে গিয়েছিলেন তাঁরা। আদিত্যের সঙ্গে দেশের বাইরে গিয়ে পালন করলেন নতুন বছর। নতুন বছরকে স্বাগত জানালেন তাঁরা। আরও কিছু বন্ধুদের সঙ্গে সেখানে হাজির হয়েছিলেন অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর।

কখনও ফ্যাশন শো-তে, কখনও ইভেন্টে, পার্টিতে তো কখনও একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরকে। বহুবার ভাইরাল হয়েছে তাঁদের ছবি। তাঁরা জনসমক্ষে কোনও দিনই সম্পর্কের কথা স্বীকার করেননি। সদ্য কফি উইথ করণ শো-তে হাজির হয়েছিলেন অনন্যা পান্ডে। সেখানে গিয়ে এক বিশেষ মন্তব্য করেন নায়িকা। আদিত্যের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে বুদ্ধি করে তা এড়িয়ে যান। সে যাই হোক, ফের খবরে এলেন অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। এবার দেশের বাইরে সময় কাটাতে দেখা গেল তাঁদের। লন্ডনে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ভাইরাল হল তাঁদের ঘনিষ্ঠ ছবি। যা মুহূর্তে নজর কাড়ল সকলের।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

যিশুর বাড়িতে বর্ষবরণে অনুপমের 'আমি সেই মানুষটা আর নেই', ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Anjali Patil: প্রতারণার শিকার অভিনেত্রী অঞ্জলি, খোয়া গেল প্রায় ৬ লক্ষ টাকা

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী