Bald Look: ন্যাড়া মাথায় দেখা দিয়েছেন পর্দায়, চরিত্রের প্রয়োজনে এই ১০ তারকা চেহারায় এনেছিলেন এমন পরিবর্তন

চরিত্র সঠিকভাবে ফুটিয়ে তুলতে নিজের চেহারায় পরিবর্তন এনে থাকেন তারকারা। কেউ ওজন বৃদ্ধি করেন তো কেউ ওজন কমান। আজ রইল ১০ তারকার কথা। ন্যাড়া মাথায় দেখা দিয়েছেন ছবির পর্দায়। দেখে নিন কে কে।

Sayanita Chakraborty | Published : Jul 11, 2023 10:27 AM
110

আয়ুষ্মান খুরানা

বালা ছবিতে ঢাক মাথায় দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানাকে। ছবির গল্পও ছিল এই সমস্যা নিয়ে। মাথায় চুল না থাকলে কেউ কী কী প্রতিবন্ধকার সম্মুখীন হন এবং তাঁর মানসিক পরিস্থিতি কেমন থাকে তা নিয়ে তৈরি এই ছবি।

210

অক্ষয় কুমার

অক্ষয় কুমারকেও দেখা গিয়েছে এমন সাহসী চরিত্রে। ‘হাউসফুল ৪’ ছবিতে টাক মাথা অক্ষয় কুমারকে সবাই দেখেছিলেন। ছবিতে দেখানো হয়েছিল তাঁর সকল চুল ঝড়ে গিয়েছে। নিজের এই লুক নিয়ে মানসিক জটিলতা দেখা দেয় তাঁর। নিজের চুল ছিল না বলে, তাঁর পরিচিত সকল ব্যক্তিকে চুল কামাতে বাধ্য করেন অক্ষয়।

310

রণবীর সিং

বাজিরাও মস্তানি ছবিতে বাজিরাও-র চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর। ছবিটি পরিচালনা করেন সঞ্জয় লীলা বনসলি। ছবিতে রণবীর নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এই ছবিতে ন্যাড়া মাথায় দেখা গিয়েছিল তাঁকে।

410

প্রিয়াঙ্কা চোপড়া

এমন সাহসী চরিত্রে দেখা দিয়েছেন প্রিয়াঙ্কাও। মেরি কম ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এই ছবির জন্য এমন সাহসী চরিত্রে দেখা দেন প্রিয়াঙ্কা।

510

অনুষ্কা শর্মা

অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে এমন ন্যাড়া মাথায় দেখা গিয়েছি অনুষ্কা শর্মাকেও। তিনি ক্যান্সারে আক্রান্ত এক মহিলার চরিত্রে অভিনয় করেন। এই রোগের কারণে তাঁর সকল চুল পড়ে গিয়েছিল।

610

রণবীর কাপুর

অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে এমন ন্যাড়া মাথায় দেখা গিয়েছি রণবীর কাপুরকে। ছবিতে দেখা গিয়েছিল তাঁর বান্ধবী ক্যান্সারে আক্রান্ত। এই রোগের কারণে তাঁর মাথার সব চুল ঝড়ে গিয়েছিলয বান্ধবীর মন ভালো করতে সেও কামিয়েছিল চুল।

710

রাজকুমার রাও

চরিত্র নিয়ে বরাবরই এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন রাজকুমার রাও। রবতা ছবিতে রাজকুমার রাও-কে দেখা গিয়েছেল এক অদ্ভুত সাজে। মাথায় ছিল না কোনও চুল। চরিত্রের চাহিদার্থে এক অদ্ভুত সাজে দেখা দেন নায়ক।

810

শাহিদ কাপুর

হায়দর ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা দেন শাহিদ কাপুর। ছবিতে ন্যাড়া মাথায় দেখা গিয়েছিল নায়ককে। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। ছবিতে শাহিদ কাপুর ছাড়াও ছিলেন টাবু, শ্রদ্ধা কাপুর, ইরফান খান সহ আরও অনেকে।

910

সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত-র এমন সাহসী লুক সকলেই চেনা। অগ্নিপথ ছবিতে ন্যাড়া মাথায় পর্দার সামনে এসেছিলেন সঞ্জয় দত্ত। ভিলেনের চরিত্রে অভিনয় করেন তিনি। তেমনই পানিপথ ছবিতেও এমন সাহসী লুকে দেখা গিয়েছিল তাঁকে।

1010

শাহরুখ খান

সদ্য প্রকাশ্যে এসেছে জওয়ান ছবির প্রিভিউ ভিডিও। এই ভিডিওতে একাধিক লুকে দেখা গিয়েছে শাহরুখ খানকে। ভাইরাল হয়েছে তাঁর ন্যাড়া মাথার লুক। ছবিতে প্রথমবার এমন লুকে দেখা যাবে বাদশাকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos