হৃতিক-দীপিকার পর বায়ুসেনার সাজে অনীল কাপুর, প্রকাশ্যে এল ‘ফাইটার’ ছবিতে অভিনেতার লুক

বায়ুসেনার পোশাকে দেখা যাচ্ছে অনীল কাপুরকে। চোখে রোদ দশমা। পিঠে ব্যাগ। পোস্ট দেখে বোঝা যাচ্ছে রকির চরিত্রে দেখা দেবেন অভিনেতা।

হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোণের পর এবার অনীল কাপুর। সদ্য প্রকাশ্যে এল ‘ফাইটার’ ছবিতে অনীল কাপুরের লুক। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ফাইটার-র দেখা দিতে চলেছেন অনীল কাপুর। নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি। সেখানে সবুজ রঙের বায়ুসেনার পোশাকে দেখা যাচ্ছে অনীল কাপুরকে। চোখে রোদ দশমা। পিঠে ব্যাগ। পোস্ট দেখে বোঝা যাচ্ছে রকির চরিত্রে দেখা দেবেন অভিনেতা। এই ছবি দেখে অনীল কাপুরের বয়স আন্দাজ করা বেশ কঠিন।

এদিকে শোনা যাচ্ছে শীঘ্রই মুক্তি পাবে ছবির টিজার। সম্ভবত, ৭ ডিসেম্বর মুক্তি পাবে ছবির টিজার। ছবির নাম থেকেই স্পষ্ট যে এক অ্যাকশনের কাহিনি নিয়ে আসছে ছবিটি। ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি পাবে এই ছবি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন। আছেন দীপিকা পাড়ুকোণ। স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়ার চরিত্রে দেখা দেবেন হৃতিক রোশন। যার ডাক নাম প্যাটি। সেই দলেরই সদস্য অনীল কাপুর।

Latest Videos

 

 

এই ছবির প্রযোজনার দায়িত্বে আছেন ভায়াকম ১৮ মোশন পিকচার্স। বিগ বাজেটের ছবি ফাইটার থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় আসছে ছবিটি। এই ছবির চিত্রনাট্য লিখেছেন প্রাক্তন সেনা অফিসার রমন চিব। ছবিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। জানা গিয়েছে, ছবির বেশির অ্যাকশন থাকবে আকাশে। যা এর আগে ভারতীয় ছবিতে দেখানো হয়নি। একেবারে নতুন চমক নিয়ে আসছে ফাইটার।

ছবিতে হৃতিকের লুক ভাইরাল হয়েছে মুহূর্তে। এবার প্রকাশ্যে এল অনীল কাপুরের লুক। বায়ুসেনার চরিত্রে দেখা যাবে অনীল কাপুরকে। ফাইটার ছবিতে রকির চরিত্রে দেখা দেবেন অভিনেতা। আগামী বছর শুরুর দিকেই মুক্তি পাবে এই ছবিটি।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

নতুন গানে ফের অনুরাগীদের কাঁদালেন অনুপম রায়, ভাইরাল হল ‘ফিরে এসো তাসের ঘর হয়ে...’

শাহরুখ থেকে বিগ বি- 'The Archies'র প্রিমিয়ারে উপস্থিত ছিলেন একাধিক হেভি ওয়েট তারকা, দেখে নিন এক ঝলকে

Share this article
click me!

Latest Videos

স্যালাইন কাণ্ডে কার নাম নিলেন! | Suvendu Adhikari | #shorts | #shortsvideo | #shortsfeed
'আমাদের ১ কোম্পানি ঢুকলেই ওরা পালানোর পথ পাবে না' | Suvendu Adhikari | #shorts | #bjp |
দীর্ঘদিন ধরে ব্যাংকে ঝুলছে তালা! সমস্যার মুখে গ্রাহকরা, চাঞ্চল্য South 24 Pargana-এ | Gosaba News
'রাজ্যের সবচেয়ে বড় দুষ্টু নবান্নে থাকে' নাম না করে মমতাকে বিঁধলেন শুভেন্দু । Suvendu on Mamata
গাড়ি আটকাতেই চক্ষু চড়কগাছ পুলিশের! গাড়ির নীচ থেকে বেরলো ৬ লক্ষ টাকার গাঁজা, চাঞ্চল্য Nadia-এ