Anil Sharma: অস্কারে যাচ্ছে ‘গদর ২’, ছবি ঘিরে বিশেষ পরিকল্পনার কথা জানালেন পরিচালক অনিল শর্মা

লোকেরা আমাকে বারে বারে ফোন করছে ছবিটি অস্কারে পাঠানোর জন্য। গদর ২’ ছবিটিও একটি নতুন ও মৌলিক গল্প। সে কারণে বিশেষ সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।

ফের খবরে ‘গদর ২’। তবে, ছবির আয় নয়। বরং, ‘গদর ২’ ছবিটি খবর এল এক বিশেষ কারণ বসত। শোনা যাচ্ছে, অস্কারে যাচ্ছে ‘গদর ২’। এমন কথার ইঙ্গিত মিলল পরিচালকের কথায়। সদ্য এক সাক্ষাৎকারে ‘গদর ২’-র পরিচালক অনিল শর্মা বলেন, লোকেরা আমাকে বারে বারে ফোন করছে ছবিটি অস্কারে পাঠানোর জন্য। গদর এক প্রেম কথা ছবিটি যায়নি। তাই নাকি অনেকের মনে প্রশ্ন ‘গদর ২’ কীভাবে অস্কারে যাবে। তিনি আরও বলেন, ‘গদর ২’ ছবিটি অস্কারে যেতে হবে। তিনি বলেন, গদর এক প্রেম কথা ছবিটি ১৯৪৭ সালের দেশভাগের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। আমরা গল্পটি ভিন্নভাবে বলেছিলাম। এটি একটি নতুন ও মৌলিক গল্প ছিল। তেমনই ‘গদর ২’ ছবিটিও একটি নতুন ও মৌলিক গল্প। এরই সঙ্গে পুরস্কার নিয়ে এক বিশেষ কথা বলেন। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন তিনি কোনও পুরস্কার পাবেন না। কারণ তিনি নাকি পুরস্কারের জন্য লবিং করেননি।

২০০১ সালে মুক্তি পেয়েছিল গদর এক প্রেম কথা। ২০০১ সালে মুক্তি পাওয়া সুপার হিট ছবি গদর-র সিক্যুয়েল গদর ২। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন সানি দেওল ও আমিশা প্যাটেল। তেমনই তাদের সন্তানের চরিত্রে অভিনয় করেন উৎসর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে বাবা ও ছেলের সম্পর্কের এক বিশেষ বন্ধন ফুটে উঠেছে। ছবিতে সকলের অভিনয় নজর কেড়েছে দর্শকদের। সঙ্গে গড়েছে রেকর্ড। ২২ বছর পর মুক্তি পেয়েছে গদর ছবির সিক্যুয়েল।

Latest Videos

এদিকে এই ছবির আয় গড়েছে রেকর্ড। ২০ দিনে ছবির আয় পৌঁছাল প্রায় ৫০০ কোটির ঘরে। বুধবারের আয়ের শেষে ছবির মোট আয় দাঁড়াল ৪৭৪.৫ কোটি। বলিউড রেকর্ড অনুসারে, ছবিটি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। ১১ অগস্ট ও ১২ অগস্ট মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। তারপর ১৩ অগস্ট আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি। অল্প দিনে পা রেখেছে ২০০ কোটির ঘরে। সেই আয় এখন বেড়ে প্রায় ৫০০ কোটির ঘর ছুঁই ছুঁই।

এই ছবিতেও উঠে এসেছা তারা সিং ও শাকিনার প্রেম। এবার বাড়তি পাওনা বলতে ছেলের সঙ্গে তাদের সম্পর্ক ও ছেলের জন্য তাঁদের লড়াই। সে যাই হোক, আপাতত ছবি ঘিরে রয়েছে আরও বড় খবর। অস্কারে যাচ্ছে ‘গদর ২’। স্বয়ং, পরিচালক অনিল শর্মা জানান এই কথা।

 

আরও পড়ুন

Uorfi Javed : রঙিন খেলনা গাড়ি দিয়েই পোশাক, সোশ্যাল মিডিয়ায় যৌনতা ছড়ালেন উরফি

Dev and Soham: উত্তরবঙ্গে প্রধান ছবির শ্যুটিং-এ ব্যস্ত দেব আর সোহম, ১৯ দিন শ্যুটিংএর পরিকল্পনা

Jawan: কয়েক মিনিটের বিস্তর চমক, অবশেষে প্রকাশ্যে এল ‘জওয়ান’ ছবির ট্রেলার

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM