Jawan: কয়েক মিনিটের বিস্তর চমক, অবশেষে প্রকাশ্যে এল ‘জওয়ান’ ছবির ট্রেলার

Published : Aug 31, 2023, 03:13 PM IST
Jawan

সংক্ষিপ্ত

২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলার জুড়ে শুধু রয়েছে অ্যাকশন। ট্রেলারের শাহরুখের একাধিক লুক দেখা গিয়েছে। কখনও জওয়ানের সাজে দেখা দিয়েছেন তো কখনও তাঁকে দেখা গিয়েছে মেট্রো হাইজ্যাক করতে।

দীর্ঘ প্রতিক্ষার অবসান। দীর্ঘদিন ধরে দর্শকেরা অপেক্ষায় ছিলেন ছবির ট্রেলারের জন্য। অবশ্যই মুক্তি পেল ট্রেলার। আর ছবির ট্রেলার মুক্তির পর যেন এই অপেক্ষা বাড়ল আরও খানিকটা। ছবি ঘিরে দর্শকদের আশা তো রয়েইছে তুঙ্গে। এবার খানিকটা বাড়ল সেই আশা।

অবশেষে মুক্তি পেল জওয়ান ছবি ট্রেলার। মুক্তির পরই এক প্রকার ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। ২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলার জুড়ে শুধু রয়েছে অ্যাকশন। ট্রেলারের শাহরুখের একাধিক লুক দেখা গিয়েছে। কখনও জওয়ানের সাজে দেখা দিয়েছেন তো কখনও তাঁকে দেখা গিয়েছে মেট্রো হাইজ্যাক করতে। ট্রেলারে জুড়ে রয়েছে বিশেষ বিশেষ চমক।

ট্রেলারের শুরুর দৃশ্যের শহরের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে এক রাজার কাহিনি। তাঁর লড়াইরের কথা বলার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে নানান অ্যাকশন সিক্যুয়েন্স। আবার দেখা যাচ্ছে, মেট্রো হাইজ্যাকের ঘটনা। এই ট্রেলার জুড়ে আছে শুধুই অ্যাকশন সিক্যুয়েন্স। আছে দুষ্কৃতির সঙ্গে লড়াইয়ের কাহিনি। এই কয় মিনিটের ট্রেলার বলছে বেশ চমক নিয়ে আসছে ছবিটি। ট্রেলারে ঝলক মিলেছে দীপিকা পাড়ুকোণের। তাঁকে অ্যাকশন করতে দেখা গিয়েছে।

৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে জওয়ান। পাঠান ছবির পর এই জওয়ান ছবি দিয়ে বক্স অফিসে পা রাখবেন বাদশা। ছবিটি হিন্দি, তামিল. তেলেগু ভাষায় মুক্তি পারে। বহুরূপী শাহরুখকে দেখে মুগ্ধ সকলে। দেখা মিলেছে বিজয় সেতুপতির। তেমনই দেখা মিলেছে, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সানা মালহোত্রার। রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছেন নয়নতারা।

চলতি বছরে সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে ছবিটি। বহুদিন ধরে খবরে জওয়ান। মুখে ব্যান্ডেজ করা শাহরুখের একটি ছবি ভাইরাল হয়েছিল। এই ছবিতে শাহরুখের একাধিক লুক দেখা যাবে। কোথাও দেখা যাবে সাধারণ ছেলের মতো। কোথাও মুখে ব্যান্ডেজ কথা। একটি লুকে ন্যাড়া মাথা শাহরুখ চমক দিয়েছে সকলকে। আবার একটিতে মুখে আছে বিশেষ মাস্ক। নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন বাদশা।

কিডন্যাপ, হত্যা, মারপিঠ, প্রতিশোধ থেকে শুরু করে রহস্য। জওয়ান ছবির কেন্দ্রে যে রয়েছে একেবারে অন্যরকম কাহিনি তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ছবি নিয়ে বেশ কিছুদিন ধরেই দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। কারণ বাদশার ছবি বলে কথা। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই মুক্তি পাবে ছবিটি।

 

আরও পড়ুন

Gadar 2: উৎসবের দিনে বাড়ল ছবির আয়, দেখে নিন মোট কত আয় করল ‘গদর ২’

Rituparno Ghosh: পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে রইল তাঁর সেরা কয়টি কাজের হদিশ, রইল তালিকা

ছবিতে নয় বাস্তবে জনসমক্ষে চড় খেয়েছেন এই সকল বলিউড সেলেব, দেখে নিন তালিকায় কে কে আছেন

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?