টাকার জন্য রিসেপশনিস্টের সঙ্গে রাত কাটিয়েছেন অঞ্জলি? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Published : Aug 04, 2024, 01:37 PM IST
Anjali Arora

সংক্ষিপ্ত

টাকার জন্য রিসেপশনিস্টের সঙ্গে রাত কাটিয়েছেন অঞ্জলি? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

সামাজিক মাধ্যমের বেশ জনপ্রিয় মুখ অঞ্জলি অরোরা। কাঁচা বাদাম গানে রিলস বানিয়ে রাতারাতি তুঙ্গে উঠেছিল অঞ্জলির ফলোয়ার্সের সংখ্যা। একতা কাপুরের রিয়েলিটি শো 'লক-আপ'-এও বেশ নাম করেছিলেন তিনি।

সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে তাঁর একটি অশ্লীল এমএমএস ক্লিপ। নিজের মিউজিক ভিডিওর প্রোমোশনে এসে এই কথা বলতে গিয়ে রীতিমতো কেঁদে ফেলেছেন তিনি।

অঞ্জলি এই প্রসঙ্গে বলেন, " যাঁরা এই ধরনের ভিডিও বানান, তাঁদের তো পরিবার রয়েছে। তাঁদের বাড়ির কোনো বাচ্চাও তো এইসব দেখে ফেলতে পারে।"

তবে অঞ্জলি সম্পর্কে আরও একটি তথ্য সামনে এসেছে। 'লক আপের' একটি ছোট ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট পাড়ায়। যেখানে অঞ্জলিক সম্পর্কে বেশ কিছু সত্যি সামনে এসেছে।

অঞ্জলি জানান তিনি ডিসেম্বরে রাশিয়ায় বেড়াতে গিয়েছিলেন। সেই সময় সিঙ্গেল ছিলেন অঞ্জলি। রাশিয়ার একটি হোটেল রসেপশনিস্টকে দারুন লেগেছিল তার। রাশিয়ায় গিয়ে টাকা ছিল না অঞ্জলির কাছে। তখন তিনি ওই রিসেপশনিস্টের কাছে ৫ হাজার রুবেল ধার নিয়েছিলেন। যা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই হাজার টাকার মতো সমান। এই টাকা নেওয়ার কারণে সারা রাত ওই রিসেপশনিস্টের সঙ্গে পার্টি করতে হয় অঞ্জলিকে।

আর এই ক্লিপ ভাইরাল হতেই ছি ছি করেছেন অঞ্জলির অনুরাগীরা। নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী