
'বিগবস ওটিটি ৩'- এর বিজয়ী সানা মকবুল। ফাইনাল রাউন্ডে নায়েজির সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগীতা ছিল তাঁর। মূলত টেলিভিশন ধারাবাহিকের পরিচিত মুখ তাঁর। এ ছাড়াও বহু দক্ষিণী ছবিতে দেখা গিয়েছে তাঁকে। বিগবস জিতে ২৫ লক্ষ টাকা উপহার পেয়েছন তিনি।
রবিবার ছিল বিগবস ওটিটি-র গ্র্যান্ড ফিনালে। ফিনালেতে ছিলেন মোট ৫ প্রতিযোগী। সানা মকবুল, কৃতিকা মালিক, নায়াজি, সাই কেতন রাও ও রণবীর শোরে।
এপিসোডের শুরুতে নিজেদের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা। এদিন রণভীর শোরকে সমর্থন করতে শোয়ে হাজির হয়েছিলেন শেহনাজ গিলও।
এদিন শেহনাশ রণবীরকে বলেন, " আপনাকে ফাইনালে দেখে আমি ভীষণ খুশি। আপনি হাউজ থেকে বেরলেই আমি নিশ্চিত যে আপনার কাছে কাজের প্রচুর অফার আসবে। এরপর আপনার প্রথম প্রজেক্ট বিয়ার, ডিম এবং মাটনের সঙ্গে উদযাপন করবেন স্যার। আপনাকে অনেক শুভ কামনা রইল।"
এ ছাড়া নিজের দাড়িও কামিয়ে ফেলেছিলেন রণবীর। তিনি অনিল কাপুরকে জানান যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে ফাইনালে উঠলে নিজের দাড়ি কামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ফাইনালে ট্রফি নিয়ে যান সানা ও দ্বিতীয় রানার আপ হলেন রণবীর শোরে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।