Big Boss: 'বিগবস ওটিটি ৩' ট্রফি জিতলেন সানা মকবুল! প্রথম রানার্স আপ নায়েজি

'বিগবস ওটিটি ৩' ট্রফি জিতলেন সানা মকবুল! প্রথম রানার্স আপ নায়েজি

'বিগবস ওটিটি ৩'- এর বিজয়ী সানা মকবুল। ফাইনাল রাউন্ডে নায়েজির সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগীতা ছিল তাঁর। মূলত টেলিভিশন ধারাবাহিকের পরিচিত মুখ তাঁর। এ ছাড়াও বহু দক্ষিণী ছবিতে দেখা গিয়েছে তাঁকে। বিগবস জিতে ২৫ লক্ষ টাকা উপহার পেয়েছন তিনি।

রবিবার ছিল বিগবস ওটিটি-র গ্র্যান্ড ফিনালে। ফিনালেতে ছিলেন মোট ৫ প্রতিযোগী। সানা মকবুল, কৃতিকা মালিক, নায়াজি, সাই কেতন রাও ও রণবীর শোরে।

Latest Videos

এপিসোডের শুরুতে নিজেদের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা। এদিন রণভীর শোরকে সমর্থন করতে শোয়ে হাজির হয়েছিলেন শেহনাজ গিলও।

এদিন শেহনাশ রণবীরকে বলেন, " আপনাকে ফাইনালে দেখে আমি ভীষণ খুশি। আপনি হাউজ থেকে বেরলেই আমি নিশ্চিত যে আপনার কাছে কাজের প্রচুর অফার আসবে। এরপর আপনার প্রথম প্রজেক্ট বিয়ার, ডিম এবং মাটনের সঙ্গে উদযাপন করবেন স্যার। আপনাকে অনেক শুভ কামনা রইল।"

 

 

এ ছাড়া নিজের দাড়িও কামিয়ে ফেলেছিলেন রণবীর। তিনি অনিল কাপুরকে জানান যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে ফাইনালে উঠলে নিজের দাড়ি কামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ফাইনালে ট্রফি নিয়ে যান সানা ও দ্বিতীয় রানার আপ হলেন রণবীর শোরে।

Share this article
click me!

Latest Videos

ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News