একজন লেখেন, ‘যখন সুশান্তকে দেখাবেই না, তখন পবিত্র রিস্তা তুলে আনলেন কেন সকলের সামনে।’ একজন লেখেন, ‘আপনি স্টোরিও লিখলেন, পোস্টও আপলোড করলেন। কিন্তু, সুশান্তকে উপেক্ষা করলেন। আমি নিশ্চিত আপনি কিছু ভেবে এমন করেছেন। কিন্তু এটা আমাদের ভালোলাগেনি। কারণ পবিত্র রিস্তা সুশান্ত ছাড়া অসম্পূর্ণ।’ তেমনই অনেকেই দাবি করেন, অঙ্কিতা সুশান্তকে ভুলে গিয়েছে।