সুরার হাতে এখন আছে বিয়ের মেহেন্দি, এরই মাঝে তৃতীয় বিয়ের ইঙ্গিত দিলেন আরবাজ

রবিবার ছিল বিগ বস ১৭-র ফাইনাল। সলমন খানের শো-তে উপস্থিত হন আরবাজ। অতিথি বিসেবে এসে নিজের তৃতীয় বিয়ের ইচ্ছার কথা প্রকাশ করেন আরবাজ খান।

সদ্য জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন আরবাজ খান। মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন আরবাজ। মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক দিন আগেই। ২০১৬ সালে মালাই ও আরবাজ তাঁদের দাম্পত্য জীবনের ইতি টানেন। তারপর হঠাৎ করে চমক দিয়ে দ্বিতীয় বিয়ে করলেন আরবাজ। সুরা খানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ২৪ ডিসেম্বর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেই ছবি। তারপর থেকে নানান জায়গায় নতুন বউকে সঙ্গে নিয়ে হাজির হয়েছেন আরবাজ। কিন্তু, এবার তৃতীয় বিয়ের কথা শোনা গেল এই বলি তারকার মুখে।

রবিবার ছিল বিগ বস ১৭-র ফাইনাল। সলমন খানের শো-তে উপস্থিত হন আরবাজ। অতিথি বিসেবে এসে নিজের তৃতীয় বিয়ের ইচ্ছার কথা প্রকাশ করেন আরবাজ খান। আসলে এই শো-টি সঞ্চালনা করছিলেন ভারতী। তিনি মজা করে আরবাজকে প্রশ্ন করেন, কেন তাঁর দ্বিতীয় বিয়েতে ভারতীকে আমন্ত্রণ জানানো হয়নি। উত্তরে সে জানায়, তৃতীয় বিয়ে করলে ভারতীকে আমন্ত্রণ জানাবে। এরপরই ভাইরাল হয় আরবাজের এই কথা। তবে, সে কি তৃতীয়বার বিয়ে করার পরিকল্পনা করছেন নাকি বিষয়টা সম্পূর্ণ মজা করে বলেছেন, এটাই এখন প্রশ্ন।

Latest Videos

২৪ ডিসেম্বর বিয়ের ছবি পোস্ট করে সকলকে চমক দিলেন আরবাজ খান। ৫৬ বছর বয়সে শুরু করলেন দ্বিতীয় ইনিংস। বিয়ে করলেন ৪১ বছপ বয়সী মেকআপ আর্টিস্ট সুরা খানকে। এদিন নিজের বিয়ের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে প্যাস্টেল রঙের শেরওয়ানিতে দেখা যাচ্ছে আরবাজকে। তেমনই তাঁর স্ত্রী সুরা খান পরেছেন গোলাপী রঙের লেহেঙ্গা। ভাইরাল হয়েছিল তাঁর বিয়ের কয়েকটা ছবি। সেই ছবি মুহূর্তে হয়েছিল ভাইরাল। তারপর থেকে স্ত্রীকে নিয়ে বহু স্থানে দেথা যাচ্ছে আরবাজকে। 


আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

Kabir Suman: অসুস্থ 'গানওলা'! তীব্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন

রণবীর-আলিয়া থেকে দেব, জেনে নিন সারা দিনের বিনোদনের খবরাখবর লাইট ক্যামেরা অ্যাকশনে

 

Share this article
click me!

Latest Videos

'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে! বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo