আকাশছোঁয়া পারিশ্রমিক চেয়ে কি হনুমান-র চরিত্র খোয়ালেন সানি? প্রকাশ্যে বিশেষ তথ্য

Published : Jan 29, 2024, 11:17 AM IST
Sunny Deol

সংক্ষিপ্ত

বক্স অফিসে ৫০০ কোটি টাকা ব্যবসা করেছে সানির এই ছবি। আর এরপরই ভাগ্য বদল হল সানির।

খবরে এলেন সানি দেওল। গদর ২ ছবির মুক্তির পর থেকে খবরে সানি। ছবিটি ছিল গদর ছবির সিক্যুয়েল। তবে এটি যে এত সফল হবে তা কেউ আশা করতে পারেনি। সুপারহিট হিন্দি ছবির গদর ২০২৩ সালে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার সেই সাফল্যের কেরিয়ারে উন্নতির বদলে ঘটল বিপত্তি। বক্স অফিসে ৫০০ কোটি টাকা ব্যবসা করেছে সানির এই ছবি। আর এরপরই ভাগ্য বদল হল সানির।

আকাশছোঁয়া পারিশ্রমিক চেয়ে কি হনুমান-র চরিত্র খোয়ালেন সানি। এমনই খবর সর্বত্র। গদর ২-র সাফল্যের পর একাধিক অফার আসে সানির কাছে। তাঁর সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেন নীতেশ তিওয়ারি। রামায়ণ-র গল্প অবলম্বনে ছবি বানাচ্ছেন তিনি। এই ছবিতে হনুমানের চরিত্রের জন্য প্রস্তাব যায় সানির কাছে। কিন্তু, শোনা গিয়েছে অভিনয়ের জন্য ৭৫ কোটি টাকা চেয়ে বসেন সানি। অনেকে বলছেন এই কারণে কাজ হারাতে হচ্ছিল তাঁকে। আবার অনেকের দাবি, এই কাজ হারিয়ে নিজের পারিশ্রমিক ৪৫ কোটি করেছেন সানি। তারপর চরিত্রে অভিনয়ের সুযোগ পান। সে যাই হোক, আপাতত পারিশ্রমিক বাড়িয়ে বিপদে পড়েছেন সানি দেওল। এমনই খবর সর্বত্র।

বর্তমানে ধর্মেন্দ্রর দুই পুত্রের সময় বেশ ভালো যাচ্ছে। কেরিয়ারে এসেছে সাফল্য। প্রথমে ২০২৩ সালের শুরু দিকে মুক্তি পায় সানি দেওল অভিনীত গদর ২। যা ব্যাপক হিট করে। আবার ২০২৩ সালের শেষে মুক্তি পায় ববি দেওল অভিনীত অ্যানিম্যাল। এই ছবিতে ববি সারা বিশ্বে সাড়া ফেলেছে। ছবিতে কোনও ডায়গল ছিল না তাঁর। তা সত্ত্বেও তাঁর অভিনয় ও অভিনীত একটি গান সারা দেশবাসীকে বিনোদন দিয়েছে। সে যাই হোক, এবার ফের খবরে ধর্মেন্দ্র পুত্র সানি দেওল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

শুরু হল দেবী চৌধুরানী ছবির শ্যুটিং, ঐতিহাসিক চরিত্রে নজর কাড়তে চলেছেন টলি কুইন

‘প্রাপ্তবয়স্ক’ হলেন দেব, জন্মদিনে বিশেষ পোস্ট করলেন টলিউড সুপারস্টার দেব

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কী কারণে হঠাৎই ঘুমের মধ্যে মারা গেলেন প্রশান্ত তামাং? কারণ জানিয়েছেন স্ত্রী মার্থা অ্য়ালে
জেনে নিন ভারতের সেরা ১০ ধনী অভিনেতা কারা? দেখে নিন তালিকায় আছেন কে কে