Filmfare Awards 2024: বিজয়ীদের তালিকায় রণবীর-আলিয়া থেকে বিক্রান্ত মাসে, দেখে নিন আর কারা পেলেন পুরস্কার

ছিলেন রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, করিনা কাপুর খান, জাহ্নবী কাপুর, সারা আলি খান ও কার্তির আরিয়ান।

২৮ জানুয়ারি গুজরাটের গান্ধীনগরের গিউট সিটিতে অনুষ্ঠিত হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৪। এই অ্যাওয়ার্ড নাইটে ভারতীয় সিনেমার সেরাদের সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন রণবীর কাপুর, ভিকি কৌশল, করিনা কাপুর খান, জাহ্নবী কাপুর, সারা আলি খান ও কার্তির আরিয়ান। এদিন সন্ধ্যা ছিল চমকপ্রদ। অনু্ষ্ঠানে ছিলেন পরিচালক ও টক শো হোস্ট করণ জোহর, অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মনীশ পল ছিলেনর সঞ্চালনায়। দেখে নিন এদিন কারা কারা সম্মান পান।

সেরা চলচ্চিত্র (জনপ্রিয়)- টুয়েলভথ ফেল

Latest Videos

সেরা চলচ্চিত্র (সমালোচক)- জোরাম

সেরা পরিচালক- বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা অভিনেতা- রণবীর কাপুর (অ্যানিম্যাল)

সেরা অভিনেতা- বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)

সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহিনি)

সেরা অভিনেত্রী- রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে)/ শেফালি শাহ (থ্রি অফ আস)

সেরা সহ অভিনেতা- ভিকি কৌশল (ডাঙ্কি)

সেরা সহ অভিনেত্রী- শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহিনি)

সেরা গীতিকার- অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে- রকি অউর রানি কি প্রেম কাহিনি)

সেরা মিউজিক অ্যালবাম- অ্যানিম্যাল (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভারদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল)

সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ)- ভূপিন্দর বাব্বল (আরজন ভ্যালি-অ্যানিম্যাল)

সেরা প্লেব্যার গায়িকা- শিল্পা রাও (বেশরম রং- পাঠান)

উঠতি মিউজিক প্রতিভা (আরডি বর্মন অ্যাওয়ার্ড)- শ্রেয়াস পুরানিক (সাতরঙ্গা, অ্যানিম্যাল)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- সঞ্চিত বালহারা ও অঙ্কিত বালহারা (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)

সেরা গল্প- অমিত রাই (ওএমজি ২) / দেবাশীষ মাখিজা (জোরাম)

সেরা চিত্রনাট্য- বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা সংলাপ- ঈশিতা মৈত্র (রকি অউর রানি কি প্রেম কাহিনি)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- হর্ষবর্ধন রামেশ্বর

সেরা সিনেমাটোগ্রাফি- অবিনাশ অরুণ ধাওয়ারে

সেরা কস্টিউম ডিজাইন- শচীন লাভলেকা, দিব্য গম্ভীর, নিধি গম্ভীর

সেরা সম্পাদনা- জাসকুনওয়ার সিং কোহলি- বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা কোরিওগ্রাফি- গণেশ আচার্য্য

সেরা ডেবিউ পরিচালক- তরুণ দুদেজা

সেরা ডেবিউ পুরুষ- আদিত্য রাওয়াল

সেরা ডেবিউ নারী- অলিজে অগ্নিহোত্রী

আজীবন সম্মাননা- ডেভিড ধাওয়ান

 

Share this article
click me!

Latest Videos

'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |