যে তারা মাটিতে থাকে! স্কুটি চেপে মুর্শিদাবাদে ঠাকুর দেখলেন অরিজিৎ সিং, সঙ্গী স্ত্রী কোয়েল, ভাইরাল হল ভিডিও

Published : Oct 26, 2023, 02:30 PM ISTUpdated : Oct 26, 2023, 06:03 PM IST
Arijit Singh

সংক্ষিপ্ত

বাইকের করে ঠাকুর দেখতে বেড়িয়েছেন বহু মানুষ। তবে, জানেন কি এই তালিকায় আছেন অরিজিৎ সিং-ও। 

এখনও কাটেনি পুজোর রেশ। মহালয়া থেকে শুরু হয়েছে উদ্বোধন। আর সেই সঙ্গে তাল মিলিয়ে চলছে প্যান্ডেল হপিং। মহালয়া থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে দেখা গিয়েছে মানুষের ভিড়। শহরে দেখা গিয়েছে জন জোয়ার। কেউ পায়ে হেঁটে, কেউ বাসে-ট্রামে, কেউবা গাড়িতে ঠাকুর দেখলেন। আর এরই সঙ্গে দেখা মিলেছে বাইকের ভিড়। বাইকের করে ঠাকুর দেখতে বেড়িয়েছেন বহু মানুষ। তবে, জানেন কি এই তালিকায় আছেন অরিজিৎ সিং-ও।

সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে পরনে লাল টি শার্ট। স্ত্রী পরেছে হলুদ কুর্তি। স্ত্রী কোয়েলকে নিয়ে স্কুটি চেপেই মুর্শিদাবাদের আজিমগঞ্জের মন্ডপে ঢুঁ মারলেন অরিজিৎ সিং। আর সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা। সকলে প্রশংসা করেছেন অরিজিৎ সিং-র।

বাকি সকল সেলেবের থেকে একেবারে আলাদা অরিজিৎ সিং। মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে মুর্শিদাবাদে থাকেন বর্তমানে। দুই ছেলেও সেখানকার স্কুলেরই পড়ুয়া। দুই ছেলেও সেখানকার স্কুলেই পড়াশোনা করে। এর আগে ছেলের স্কুলের সামনে দেখা গিয়েছে অরিজিৎ-কে। অন্যান্য অভিভাবকের মতোই ছেলেকে ছুটির পরে নিতে আসতে দেখা গিয়েছে অরিজিৎকে। সব সময় সাধারণ মানুষের মতো জীবনকাটান অরিজিৎ। এবার পুজোয় মিলল একই ঝলক। পুজোর ভিড়েও স্কুটি চেপে ঠাকুর দেখলেন গায়ক। সেই দৃশ্য চোখে পড়তেই সকলের ক্যামেরাবন্দি করলেন। যা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। অরিজিৎ সিং-র এই আচরণ ফের নজর কাড়ল সকলের। স্ত্রীকে নিয়ে আর পাঁচটা মানুষের মতো ঠাকুর দেখলেন বিখ্যাত এই গায়ক।

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

 

আরও পড়ুন

আঁচলের ফাঁকে স্তনের আভাস, নেটপাড়ায় চরম ট্রোলের শিকার অভিনেত্রী সৌমিতৃষা

বার বার তির গেল ফস্কে... কঙ্গনার আর 'রাম' সাজা হল না, সোশালে চূড়ান্ত খোরক নায়িকা

৪.০৫ কোটি টাকায় সুপারকার কিনে চমকে দিলেন শ্রদ্ধা কাপুর, দেখুন ভিডিও

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?