Susmita Sen: ধুনুচি নেচে খবরে এলেন সুস্মিতা সেন, মুহূর্তে ভাইরাল হল ভিডিও

Published : Oct 23, 2023, 02:00 PM IST
susmits sen

সংক্ষিপ্ত

এই দিন পরনে ছিল গোলাপী রঙের পোশাক। প্রথমে মন্ডপের ভিতরে গিয়ে মাতৃপ্রতিমা দর্শন করেন অভিনেত্রী। সেখানে বসে কিছুক্ষণ পুজো দেখেন। তারপর সেখানে ধুনুচি হাতে নাচতে দেখা গেল তাঁকে।

দুই মেয়েকে নিয়ে মুম্বইয়ের নতুনপল্লি সর্বজনীন দুর্গোৎসবে হাজির হন সুস্মিতা সেন। গোলাপী রঙের শাড়িতে হাজির হয়েছিলেন নায়িকা। বড় মেয়ের পরনে ছিল লাল শাড়ি। আর ছোট মেয়ে পরেছিলেন মেরুন রঙের ড্রেস।

পুজোয় ধুনুচি নেচে খবরে এলেন সুস্মিতা সেন। এই দিন পরনে ছিল গোলাপী রঙের পোশাক। প্রথমে মন্ডপের ভিতরে গিয়ে মাতৃপ্রতিমা দর্শন করেন অভিনেত্রী। সেখানে বসে কিছুক্ষণ পুজো দেখেন। তারপর সেখানে ধুনুচি হাতে নাচতে দেখা গেল তাঁকে। যা মুহূর্তে হয়েছে ভাইরাল।

এদিকে শুধু সুস্মিতা নন, পুজোর আনন্দে গা ভাসিয়েছেন একাধিক বলিস্টার। কাজল থেকে তনিশা মুখোপাধ্যায়, রানি মুখোপাধ্যায়, সুমনা চক্রবর্তী ছাড়াও একাধিক অবাঙালি তারকা উপস্থিত হয়েছেন পুজো মন্ডপে। হেমা মালিনী, এষা দেওল দুর্গাপুজো প্যান্ডেলে ঢুঁ মেরে গিয়েছেন। তবে, শুধু প্রতিমা দর্শন নয়। সঙ্গে দেবীর ভোগ খেতে দেখা গিয়েছে সেলেবদের। সদ্য ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, পুজোর ভোগ খাচ্ছেন রানি ও কিয়ারা। খিচুড়ি-লাবড়া- চাটনি খেতে দেখা গেল তাঁদের। ডায়েট ভুলে মাতলেন পুজোর আনন্দে।

এদিকে শুধু পশ্চিমবাংলা নয়, দেশের বিভিন্ন শহর ও বিদেশেও পুজিত হন মা দুর্গা। সাধারণ থেকে সেলেব সকলে উপভোগ করেন এই চার দিন। পুজোর শুরু থেকেই খবরে রয়েছে মুম্বইয়ের দুর্গাপুজো। মুম্বইয়ে একাধিক জায়গায় হচ্ছে পুজো। সেই সকল স্থানে উপস্থিত হন তারকারা। আর এবার পুজো মন্ডপে শুধু হাজির হয়ে নয়, বরং ধুনুচি নেচে খবরে এলেন সুস্মিতা সেন। ভাইরাল হল তাঁর ভিডিও। যা দেখে বেজায় খুশি সুস্মিতা ভক্তরা।

আরও পড়ুন

Bagha Jatin: রেটিং কম পাওয়ায় খেপে লাল দেব, দেখে নিন কী বললেন অভিনেতা

ডায়েট ভেঙে ভোগ খেলেন কিয়ারা ও রানি, সপ্তমীতে ভাইরাল নায়িকাদের পেটপুজোর ভিডিও

জয়া বচ্চন থেকে ইমতিয়াজ আলি- উপস্থিত ছিলেন মুম্বইয়ের দুর্গাপুজোতে, রইল ছবি

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী