
দুই মেয়েকে নিয়ে মুম্বইয়ের নতুনপল্লি সর্বজনীন দুর্গোৎসবে হাজির হন সুস্মিতা সেন। গোলাপী রঙের শাড়িতে হাজির হয়েছিলেন নায়িকা। বড় মেয়ের পরনে ছিল লাল শাড়ি। আর ছোট মেয়ে পরেছিলেন মেরুন রঙের ড্রেস।
পুজোয় ধুনুচি নেচে খবরে এলেন সুস্মিতা সেন। এই দিন পরনে ছিল গোলাপী রঙের পোশাক। প্রথমে মন্ডপের ভিতরে গিয়ে মাতৃপ্রতিমা দর্শন করেন অভিনেত্রী। সেখানে বসে কিছুক্ষণ পুজো দেখেন। তারপর সেখানে ধুনুচি হাতে নাচতে দেখা গেল তাঁকে। যা মুহূর্তে হয়েছে ভাইরাল।
এদিকে শুধু সুস্মিতা নন, পুজোর আনন্দে গা ভাসিয়েছেন একাধিক বলিস্টার। কাজল থেকে তনিশা মুখোপাধ্যায়, রানি মুখোপাধ্যায়, সুমনা চক্রবর্তী ছাড়াও একাধিক অবাঙালি তারকা উপস্থিত হয়েছেন পুজো মন্ডপে। হেমা মালিনী, এষা দেওল দুর্গাপুজো প্যান্ডেলে ঢুঁ মেরে গিয়েছেন। তবে, শুধু প্রতিমা দর্শন নয়। সঙ্গে দেবীর ভোগ খেতে দেখা গিয়েছে সেলেবদের। সদ্য ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, পুজোর ভোগ খাচ্ছেন রানি ও কিয়ারা। খিচুড়ি-লাবড়া- চাটনি খেতে দেখা গেল তাঁদের। ডায়েট ভুলে মাতলেন পুজোর আনন্দে।
এদিকে শুধু পশ্চিমবাংলা নয়, দেশের বিভিন্ন শহর ও বিদেশেও পুজিত হন মা দুর্গা। সাধারণ থেকে সেলেব সকলে উপভোগ করেন এই চার দিন। পুজোর শুরু থেকেই খবরে রয়েছে মুম্বইয়ের দুর্গাপুজো। মুম্বইয়ে একাধিক জায়গায় হচ্ছে পুজো। সেই সকল স্থানে উপস্থিত হন তারকারা। আর এবার পুজো মন্ডপে শুধু হাজির হয়ে নয়, বরং ধুনুচি নেচে খবরে এলেন সুস্মিতা সেন। ভাইরাল হল তাঁর ভিডিও। যা দেখে বেজায় খুশি সুস্মিতা ভক্তরা।
আরও পড়ুন
Bagha Jatin: রেটিং কম পাওয়ায় খেপে লাল দেব, দেখে নিন কী বললেন অভিনেতা
ডায়েট ভেঙে ভোগ খেলেন কিয়ারা ও রানি, সপ্তমীতে ভাইরাল নায়িকাদের পেটপুজোর ভিডিও
জয়া বচ্চন থেকে ইমতিয়াজ আলি- উপস্থিত ছিলেন মুম্বইয়ের দুর্গাপুজোতে, রইল ছবি
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।