অরিজিত সিং-এর সেরা ১০ গান, যা ভক্তদের মনের কাছাকাছি দেখে নিন সেই তালিকা

Published : Apr 25, 2023, 04:18 PM IST
Arijit Singh

সংক্ষিপ্ত

বর্তমানে প্রায় প্রতিটি ছবিতেই অরিজিৎ সিংয়ের একটি গান থাকে। অরিজিত এর জন্মদিন উপলক্ষে তাঁর ১০টি সেরা গানের শেয়ার করা যাক। যা আপনি যে কোন সময় শুনে আপনার মুড ভালো করতে পারেন। 

'কিউ কি তুম হি হো... তেরা ইয়ার হুন ম্যায়... জানি না এরকম কত জনপ্রিয় গান আছে, যেগুলো অরিজিত সিং তার সুরের জাঁদু ঢেলে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি এমন একজন প্লেব্যাক গায়ক, যার কণ্ঠ বিশ্ববাসীর কাছে প্রত্যয়ী। গায়ক এখন পর্যন্ত অনেক গান গেয়েছেন। বর্তমানে প্রায় প্রতিটি ছবিতেই অরিজিৎ সিংয়ের একটি গান থাকে। অরিজিত এর জন্মদিন উপলক্ষে তাঁর ১০টি সেরা গানের শেয়ার করা যাক। যা আপনি যে কোন সময় শুনে আপনার মুড ভালো করতে পারেন।

১) 'দঙ্গল- নয়না' আমির খান অভিনীত দঙ্গলের স্যাড সং নায়না বেশ জনপ্রিয় এবং আবেগঘন গান।

২)- 'জিনিয়াস-তেরা ফিতুর' তেরা ফিতুর গানটি রোমান্টিক, যা তরুণদের মধ্যে খুব পছন্দ হয়েছে।

৩)- 'ছিছোরে-খাইরিয়াত' সুশান্ত সিং রাজপুত এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ছবির খয়রিয়ারাত গানটি খুবই রোমান্টিক।

৪)- 'বাধাই দো'- আটক গ্যায়া হে' রাজকুমার রাও, ভূমি পেডনেকারের ছবি বাধাই দো-এর জনপ্রিয় গান আটক গয়া হ্যায়-এ কণ্ঠ দিয়েছেন অরিজিৎ।

৫)- 'সূর্যবংশী-মেরে ইয়ারা' অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ অভিনীত চলচ্চিত্র সূর্যবংশীর রোমান্টিক গান মেরে ইয়ারা ভি অনেকেরই পছন্দ।

৬) -'এক ভিলেন-হামদর্দ' এক ভিলেনের স্যাড গান হামদর্দও বেশ জনপ্রিয়। এছাড়া

৭) 'অ্যায় দিল হ্যায় মুশকিল-চান্না মেরেয়া' চান্না মেরেয়া একটি দুঃখের গান। এটি দর্শকদের অনেক পছন্দ হয়েছিল। এই গানটি রণবীর ও আনুশকাকে নিয়ে চিত্রায়িত হয়েছে।

৮) -'পাল পাল দিল কে পাস-টালি গান'

৯)- 'আশিকি টু - তুম হি হো'

১০)- 'রইস-ছবি থেকে জালিমা'

এতো গেল হিন্দির কথা বাংলাতেও একইভাবে বহু গান রয়েছে যার এক ইতিহাস সৃষ্টি করেছে- তার মধ্যে অন্যতম দেখো আলোয় আলো আকাশ, বোঝে না সে বোঝে না, কি করে তোকে বলবো, পারবো না আমি ছাড়তে তোকে, তোমাকে চাই- এর মতো বহু গান। তাই মাত্র ১০ টা বা ২০ সেরা গানে অরিজিত-তে বেঁধে রাখা সম্ভব নয়, তাঁর গানের ঝাঁপি খুললে প্রতিটি গানই মন ছুঁয়ে যায়।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য