Arijit Singh: জন্মদিনে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট, দেখে নিন কেমন ভাবে জন্মদিন পালন করছেন অরিজিৎ সিং

Published : Apr 25, 2023, 02:36 PM IST
Arijit Singh

সংক্ষিপ্ত

ছবিতে দেখা যাচ্ছে, চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছেন কোয়েল রায় (তাঁর স্ত্রী)। পাশে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে অরিজিৎ। পিছনে সবুজ গাছ।

মিউজিক দুনিয়ায় অরিজিৎ সিং শব্দটা দুবার উচ্চারণ করার প্রয়োজন হয় না। কারণ তিনি সকলের পরিচিত। হিন্দি, বাংলা সব ফিল্ম ইন্ডাট্রিতে হিট গানের তালিকা তৈরি করলে একাধিক গান অরিজিৎ সিং-র থাকবেই। তার ফ্যানের সংখ্যা অগুন্তি। আজ সেই প্রিয় গায়কের জন্মদিন। সকাল থেকে সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে শুভেচ্ছা বার্তায়। সকলেই পোস্ট করছেন তাদের প্রিয় গায়কের ছবি। কিন্তু, প্রতিদিনের মতো অরিজিৎ আজও সেই সাদামাটা জীবন কাটাচ্ছেন। তারই ঝলক মিলল সোশ্যাল মিডিয়ায়। সকাল সকাল তাঁর স্ত্রী একটি ছবি পোস্ট করেন। যা দেখে বোঝা যাচ্ছে, জন্মদিনে নিজের পরিবারকেই সময় দিচ্ছেন অরিজিৎ।

ছবিতে দেখা যাচ্ছে, চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছেন কোয়েল রায় (তাঁর স্ত্রী)। পাশে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে অরিজিৎ। পিছনে সবুজ গাছ। স্ত্রীর পরনে হলুদ কুর্তি। আর অরিজিৎ পরেছেন নীল টি শার্ট। হালকে রঙের ট্রাউজার। মাথায় পাগড়ি করেছেন। ছবি দেখে বোঝা যাচ্ছে, একান্তে সময় কাটাতে ব্যস্ত দুজন। তেমনই আরও একটি ছবি পোস্ট করেছেন যেখানে সেলফিতে দেখা যাচ্ছে অরিজিৎ ও কোয়েলকে। এভাবে জন্মদিন ছবি পোস্ট করেছেন কোয়েল।

১৯৮৭ সালে ২৫ এপ্রিল জন্ম হয় অরিজিতের। ছোট থেকে গানের প্রতিটি আলাদা টান রয়েছে অরিজিতের। তিনি বাড়িতে নিজের মায়ের কাছে ছোট থেকে গান গাইত অরিজিৎ। তারপর রিয়েলিটি শো-র অংশ নেন তিনি। ফেম গুরুকূলে দেখা গিয়েছিল অরিজিৎ। ফাইনালে জায়গা না পেলেও প্লে ব্যাক গান গাওয়ার সুযোগ পান অরিজিৎ। আশিরি ২ ছবিতে তাঁর গাওয়া গান তাকে সাফল্য দেয়। তুম হি হো গান দিয়ে পরিচিতি পা অরিজিৎ। এর পর একের পর এর হিট দিয়েছেন দর্শকদের। সকলের পছন্দের গায়ক হয়ে উঠেছেন। তবে, তার সিমপ্লিসিটি আরও আকর্ষণ করেন দর্শকদের। তিনি এর সাফল্যের পরও সাধারণ জীবনধারণ করেন। তার এই আচরণই আকর্ষণ করেন সকলকে। এমনকী, নিজের ব্যক্তিগত জীবন সব সময় রাখেন গোপনে। কখনোই লাইম লাইটে আসতে চান না অরিজিৎ।

হয়তো সে কারণে জন্মদিন নিয়েও তেমন বাড়াবাড়ি নেই। আজ এই বিশেষ দিনটিও পালন করছেন সাধারণ ভাবে। সে যাই হোক, এই বিশেষ দিনে সকলের মতো আমরাও শুভেচ্ছা জানাই অরিজিৎ সিংকে। আজও সাফল্য পান অরিজিৎ। সব সময় অধিষ্ঠান করুন সাফল্যের চূড়ায়।

 

আরও পড়ুন

Darshana Banik: ইডেনে কেকেআর-এর জার্সি পরে ধোনির জন্য গলা ফাটালেন দর্শনা বণিক

রিয়েলিটি শোয়ে বাদ পড়া থেকে দেশের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার, কতটা কঠিন ছিল অরিজিত-এর এই যাত্রাপথ

সদ্য মা হয়েছেন নায়িকা, দীর্ঘ বিরতির পর 'অগ্নিপরীক্ষা' সিরিয়াল দিয়ে পর্দায় ফিরছেন মাফিন

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য