তবে এই প্রিমিয়াম লাউঞ্জে টিকিটের দাম নিয়েই জল্পনা বাড়ছে। পুনের লাইভ কনসার্টে প্রিমিয়াম লাউঞ্জে একাধিক পরিষেবাও পেয়েছেন দর্শকরা। জানা গেছে, এই স্পেশ্যাল লাউঞ্জে ছিল মাত্র ৪০ টি আসন। যেখানে নিজের পছন্দের বিভিন্ন পানীয় , বিভিন্ন ধরনের খাবার যেমন স্টাটার্স, মেইন কোর্স, থেকে শুরু করে শেষ পাতের ডেজার্টও ছিল।