বলিউডের বাদশারও প্রশংসা করেন জন আব্রাহাম। তিনি বলেন, আমি ভাবতাম আমিই দেশের অন্যতম ভাল অ্যাকশন হিরো। তবে শাহরুখ খানের সঙ্গে কাজ করে বুঝেছি এখন দেশে সেরা অ্যাকশন অভিনেতা এসআরকে। অভিনয়ের প্রশংসা করেই ক্ষান্ত হননি জন। তিনি বলেন, শাহরুখ শুধু একজন অভিনেতা নন, উনি আমাদের আবেগ।