বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া । প্রিয়ঙ্কা জানিয়েছেন, সারোগেসির মাধ্যমে মেয়ে জন্মের পর যখন কটুক্তি শুনতে হয়েছ তখন ডাক্তাররা ওর ধমনী খুঁজে চলেছেন। ছোট্ট হাত দুটো ধরে আমি তখনই সিদ্ধান্ত নিই যা হোক মালতিকে নিয়ে গসিপ হতে দেব না।