প্রয়াত নীতিন চন্দ্রকান্ত দেশাই, স্টুডিও-তে মিলল আর্ট ডিরেক্টরের নিথর দেহ, মৃত্যুর কারণ এখন অজানা

৫৮ বছর বয়সে প্রয়াত হলেন নীতিন চন্দ্রকান্ত দেশাই। বুধবার তাঁর স্টুডিও থেকেই উদ্ধার হল দেহ। অনুমান করা হচ্ছে, আর্থিক টানাপোড়েনের জন্যই প্রয়াত হন নীতিন চন্দ্রকান্ত দেশাই।

ফের শোকে ছাড়া বিনোজন জগতে। প্রয়াত হলে আরও এক সদস্য। তবে, কোনও জটিল রোগের কারণে তাঁর মৃত্যু হয়েছে এমন নয়। বরং, আত্মহত্যা করলেন নীতিন চন্দ্রকান্ত দেশাই।

৫৮ বছর বয়সে প্রয়াত হলেন নীতিন চন্দ্রকান্ত দেশাই। বুধবার তাঁর স্টুডিও থেকেই উদ্ধার হল দেহ। অনুমান করা হচ্ছে, আর্থিক টানাপোড়েনের জন্যই প্রয়াত হন নীতিন চন্দ্রকান্ত দেশাই। দেবদাস, লগান, লাগে রহো মুন্নাভাই থেকে শুর করে একাধিক হিট ছবিতে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন নীতিন চন্দ্রকান্ত দেশাই। ২০ বছরের কেরিয়ারে আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বনসলির মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করেছেন। আর্ট ডিরেক্টর হিসেবে বেশ নামও করেছিলেন নীতিন চন্দ্রকান্ত দেশাই। তাহলে কেন বেছে নিলেন আত্মহত্যার পথ তা অজানা সকলের কাছে।

Latest Videos

অনেকেই দাবি করেছেন, দীর্ঘদিন অর্থ কষ্টে ভুগছিলেন নীতিন চন্দ্রকান্ত দেশাই। সে কারণে আত্মহত্যা করেছেন বলে মনে করছেন। তবে, আপাতত সঠিক তথ্য মেলেনি।

দাপোলিতে জন্ম হয় নীতিন চন্দ্রকান্ত দেশাই। তিনি হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করেছেন। প্রায় ২০ বছর বিনোদন জগতের সঙ্গে যুক্ত। পরের পর কাজ করেছেন আর্ট ডিরেক্টর হিসেবে। তবে, কেন আত্মহত্যা করলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। বুধবার তাঁর স্টুডিও থেকেই মেলে নীতিন চন্দ্রকান্ত দেশাই-র দেহ।

এদিকে, চলতি মাসেই প্রয়াত হন একাধিক তারকা। প্রয়াত হন ব্যান্ডশিল্পী রান্ডি মাইজনার (Randy Meisner)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে প্রয়াত হন তিনি। সেখানেরই এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সদ্য প্রয়াত হলেন বিখ্যাত আইরিশ গায়িকা সিনাড ও কনর। যিনি নাথিং কমপেয়ারস টু ইউ -র জন্য খ্যাতি পেয়েছিলেন। মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত হন তিনি। এদিকে বছর দেড়েক আগে ১৭ বয়সী নিজের ছেলেকে হারান। তাঁর মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছিলেন গায়িকা। তার কিছুদিন আগে ১৩ জুলাই প্যারিসে প্রয়াত হন চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪। এভাবে পরের পর তারকার প্রয়াতে শোকস্তব্ধ বিনোদন জগত। তেমনই, কদিন আগে প্রয়াত হন অভিনেতা হরিশ মাগন। গোলমাল ছবির জন্য তিনি খ্যাতি পান। প্রয়াত হন কাজন খান। সদ্য ৭৯-এ প্রয়াত হন শকুনি মামা গুফি পেন্টাল। এমন একের পর এক খারাপ খবর বিনোদন জগত জুড়ে।

 

আরও পড়ুন

Dream Girl 2: আয়ুষ্মানের হট লুকে বোল্ড আউট ভক্তরা, ‘ড্রিম গার্ল’ টেক্কা দিতে আসছেন বলি নায়িকাদের

প্রকাশ্যে এল কাবুলিওয়ালা ছবির ফার্স্টলুক, সুমন ঘোষের পরিচালনায় ছবির পর্দায় আসছেন মিঠুন

নিজের কথা ভেবেই তৈরি করেছিলেন আলিয়া ভাটের বাবার চরিত্রটি, জানালেন করণ জোহর

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury