Asha Bhosle: এই কয়টি গান গেয়ে বিশেষ সম্মান পেয়েছিলেন আশা ভোঁসলের, শিল্পীর জন্মদিনে রইল বিশেষ তথ্য
৯০-এ পা দিলেন আশা ভোঁসলে। আজ শিল্পীর জন্মদিনে রইল বিশেষ তথ্য। জেনে নিন তাঁর গাওয়া কোন কোন গানের জন্য পেয়েছিলেন বিশেষ সম্মান।
Sayanita Chakraborty | Published : Sep 8, 2023 11:55 AM / Updated: Sep 08 2023, 11:58 AM IST
ডম মারো দম
আশা ভোঁসলের গাওয়া ডম মারো দম গানটি ব্যাপক খ্যাতি পেয়েছিল। এই গানটির জন্য তিনি ফিল্মফেয়ার বেস্ট ফিমেল প্লেব্যাক অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
ইয়ে মেরা দিল
ডন ছবির ইয়ে মেরা দিল গানের সাফল্যের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই গানের জন্য তিনি ফিল্মফেয়ার বেস্ট ফিমেল প্লেব্যাক অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এটি সফল হয়েছিল।
হোনে লগি হ্যায় রাত
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান হোনে লগি হ্যায় রাত গানের জন্য। এই গানটি ব্যাপক সফল হয়েছিল।
চয়েন সে হামকো কভি
প্রায় যাবে পর বাচনা যাবে ছবির গান চয়েন সে হামকো কভি। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালে।এই গানের জন্য পুরস্কৃত হল আশা ভোঁসলে।
গরিব কি শুনো
গরিব কি শুনো গানটিও ব্যাপক হিট করেছিল। ফিল্মফেয়ার ট্রফি পেয়েছিলেন এই গরিব কি শুনো গানের জন্য। দশ লাখ ছবির গান গরিব কি শুনো।
পরদে মে রহনে দো
হিট বলিউড গানের তালিকায় আজও স্থান পায় পরদে মে রহনে দো। জানেন কি এই গানটিও আশা ভোঁসলের গাওয়া। এই গান গেয়ে বিশেষ সম্মান পেয়েছিলেন তিনি।
পিয়া তু আজ তু আজা
আজও বিভিন্ন স্থানে বেজে চলে পিয়া তু আজ তু আজা। এই গানটি আশা ভোঁসলের গাওয়া সেরা গান। পিয়া তু আজ তু আজা গান গেয়ে বিশেষ সম্মান পেয়েছিলেন আশাজি।
রঙ্গিলা সং
ফিল্ম ফেয়ার পুরস্কার পান রঙ্গিলা সং-র জন্য। ১৯৯৬ সালে পুরস্কার প্রাপ্তি করেন আশাজি। এই গান তাঁর কেরিয়ারের অন্যতম হিট গান।