দেখে নিন বলিউডে সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় স্থান পেয়েছে শাহরুখের কোন কোন ছবি, কোন ছবি গড়েছে রেকর্ড

আজ রইল শাহরুখ অভিনীত ছবির তালিকা। দেখে নিন বলিউডে সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় স্থান পেয়েছে শাহরুখের কোন কোন ছবি, কোন ছবি গড়েছে রেকর্ড।

Sayanita Chakraborty | Published : Sep 7, 2023 3:24 PM
19

চেন্নাই এক্সপ্রেস

২০১৪ সালে মুক্তি পেয়েছিল চেন্নাই এক্সপ্রেস। ছবির প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোণ। এই ছবিটি গড়েছিল রেকর্ড। ২২৭.১৩ কোটি আয় করেছিল ছবিটি। ছবির গল্প থেকে গান, উপস্থাপনা থেকে তারকাদের অভিনয় সবই নজর কেড়েছে দর্শকদের।

29

রেইজ

তালিকায় আছে রেইজ। এই ছবিতেই শাহরুখের সঙ্গে দেখা গিয়েছিল পাকিস্তানী অভিনেত্রীকে। একেবারে ভিন্ন ধরনের কাহিনি নিয়ে মুক্তি পায় ছবিটি। ২০১৭ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। ১৬৪ কোটি আয় করেছিল ছবিটি।

39

রা ওয়ান

২০১১ সালে মুক্তি পায় রা ওয়ান। চেনা ছকের বাইরে বেরিয়ে অভিনয় করেন বাদশা। এটি একটি ভিন্ন ধরনের ছবি। এই ছবির সে সময় কতটা হিট করেছিল তা বলার অপেক্ষা রাখে না। ছবিটি ছম্মক ছল্লো গানটি আজও বলিউড গিট রং-র লিস্টে আছে। ১১৬.২ কোটি আয় করেছিল রা ওয়ান।

49

পাঠান

চলতি বছরে মুক্তি পেয়েছে পাঠান। এই ছবির আয় গড়েছে রেকর্ড। আপাতত বছরের সর্বাধিক আয়কারী ছবির তালিকার শীর্ষে আছে পাঠান। এই ছবির মোট আয় ৫৪৩ কোটি। ছবির প্রধান চরিত্রে ছিলেন বাদশা। সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোণ।

59

যব তক হ্যায় জান

২০১২ সালে মুক্তি পায় যব তক হ্যায় জান। এটিও গড়েছিল রেকর্ড। ১২০ কোটি আয় করেছিল যব তক হ্যায় জান।

69

রব নে বানাদি জোড়ি

রব নে বানাদি জোড়ি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। অনুষ্কা শর্মা এই ছবি দিয়ে ডেবিউ করেন। ৮৫ কোটি আয় করেছিল রব নে বানাদি জোড়ি ছবিটি। এই ছবিটি শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম হিট ছবি।

79

ডন ২-

শাহরুখ অভিনীত হিট ছবির তালিকা তৈরি করতে সেই তালিকায় অবশ্যই স্থান পায় ডন ২। এই ছবি ছাড়া শাহরুখ অভিনীত হিট ছবির তালিকা অসম্পূর্ণ। ১০৮.৫১ কোটি আয় করেছিল ছবিটি। শীঘ্রই আসছে ডন ৩। তবে, এবার আর তাঁকে দেখা যাবে না ছবিতে।

89

দিলওয়ালে

দিলওয়ালে ছবিতে বহুদিন পর শাহরুখের সঙ্গে জুটি বাঁধেন কাজল। ছবিতে শাহরুখ, কাজল ছাড়াও ছিলেন বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন। ২০১৫ সালে মুক্তি পায় ছবিটি। ১৪৮ কোটি আয় করেছিল দিলওয়ালে।

99

হ্যাপি নিউ ইয়ার

তালিকায় আছে হ্যাপি নিউ ইয়ার। এই ছবিতেই শাহরুখের সঙ্গে দেখা গিয়েছিল দীপিকাকে। ছিলেন সোনু সুদ, অভিষেক বচ্চন, বোম্যান ইরানির মতো তারকারা। একেবারে ভিন্ন ধরনের কাহিনি নিয়ে মুক্তি পায় হ্যাপি নিউ ইয়ার। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। ১৯৯.৯৫ কোটি আয় করেছিল হ্যাপি নিউ ইয়ার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos