Asin Thottumkal: ডিভোর্সের বিতর্ক নিয়ে মুখ খুললেন আসিন, জেনে নিন কী ঘটেছিল আসল ঘটনা

Published : Jun 28, 2023, 03:55 PM IST
Asin Thottumkal

সংক্ষিপ্ত

সকাল থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে, একটাই খবর তা হল আসিনের বিচ্ছেদ। এবার দীর্ঘ জল্পনার পর বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গজনি নায়িকা।

দীর্ঘদিন পর খবরে আসিন। না তিনি কামব্যাক করছেন না। এবার ব্যক্তিগত জীবন নিয়ে খবরে এলেন আসিন। সদ্য নিজের সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ছবি মুছে ফেলেছেন নায়িকা। সেই নিয়ে সকলের মনে প্রশ্ন জাগে, তবে কি বিচ্ছেদ হচ্ছে আসিনের। সকাল থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে, একটাই খবর তা হল আসিনের বিচ্ছেদ। এবার দীর্ঘ জল্পনার পর বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গজনি নায়িকা।

বললেন, এখন গরমের ছুটি উপভোগ করছি। বরের মুখোমুথি বসে। এই মুহূর্তে ব্রেকফার্স্ট সারছি। হঠাৎ করেই নজরে এল কিছু কাল্পনিক ও ভিত্তিহীন খবর। মনে পড়ল সেই পুরনো সময়ের কথা, যখন বাড়ি বসে আমরা বিয়ের প্ল্যানিং সারছিলাম, আর খবরে দেখেছিলাম আমাদের নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে। মানে সিরিয়ালসি? দয়া করে একটু ভালো কিছু খবর খুঁজুন। ছুটির মাঝখানে আমার ৫ মিনিট সময় নষ্ট হল, না হলে দারুণ সময় কাটছে। সকলের দিন ভালো কাটুক।

এদিকে প্রায়শই সম্পর্ক নিয়ে নানান কথা শোনা যায় বলিপাড়ায়। ডিভোর্স ও বিয়ে দুই নিয়েই শোনা যায় খবর। এবার প্রকাশ্যে আসিনের বিয়ের গুঞ্জন। সকাল থেকে শোনা যাচ্ছে তাঁর ডিভোর্সের জল্পনা। সকাল থেকে শুরু হয়েছে ডিভোর্সের গুঞ্জন। স্বামীর সঙ্গে ছবি সরিয়ে ফেলে খবরে এলেন আসিন। মঙ্গলবার রাতে হঠাৎ করেই ইন্ডাস্ট্রিতে ফিসফিস শোনা যায়। মাইক্রোম্যাক্সের কর্তা রাহুলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আসিন। বলিউডে থেকে আপাতত দূরেই আছেন এই দক্ষিণী নায়িকা। স্বামী-সংসার নিয়ে সুখে কাটাচ্ছিলেন দিন। এরই মাঝে হঠাৎ খবরে আসে তাঁর বিচ্ছেদের কথা। বুধবার বেলা গড়াতে না গড়াতেই নীরবতা ভাঙেন। তাঁদের বিচ্ছেদের কথা শুনে নিজেই পেয়েছেন বিস্তর চমক। সে নিয়ে মুখ খুলেছেন নায়িকা।

জনিয়েছেন, বিচ্ছেদ তো দূরের কথা বিদ্য কাটছে তাঁর সংসার। স্বামীর সঙ্গে সুখে আছেন। সুযোগ পেলেই একান্তে সময় কাটাচ্ছেন। আর যারা তাঁর বিচ্ছেদ নিয়ে এমন কথা রটিয়েছেন তাদের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। বলেছেন, এই খবর শুনে উত্তর দিতে গিয়ে তার সময় নষ্ট হল। এমনকী, স্পষ্ট করে জানান এমন খবর ভুল। আর এই খবরের উত্তর দিতে গিয়ে তাঁর সময় নষ্ট হয়েছে। সঙ্গে তাঁর প্রসঙ্গে ভালো খবর রটানোর অনুরোধ করেছেন নায়িকা। এভাবেই নিজের বিচ্ছেদের গুজব সম্পর্কে মুখ খোলেন আসিন। 


আরও পড়ুন

রইল বলিউডের সেরা দশটি ত্রিকোণ প্রেমের কাহিনি, এই সকল বিতর্কীত প্রেম কাহিনি বারে বারে উঠে এসেছে খবরে

Srabanti-Jeetu: আসছে ‘আমি আমার মতো’, জুটি বাঁধবেন জিতু ও শ্রাবন্তী, জেনে নিন কবে থেকে শুরু হবে শ্যুটিং

VFX বা টাপোরি ডায়লগ নয়, এবার ঝলক মিলবে মহাকাব্যে বর্ণিত কাহিনির, ছোট পর্দায় ফিরছে আটের দশকের রামায়ণ

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?