Sonam Kapoor: ওটিটি-তে পা রাখবেন সোনম, প্রকাশ্যে ‘ব্লাইন্ড’ ছবির টিজার

Published : Jun 28, 2023, 06:43 AM IST
sonam kapoor makeup

সংক্ষিপ্ত

ছবির নাম ‘ব্লাইন্ড’। সদ্য মুক্তি পাওয়া টিজারে দেখা যাচ্ছে, সোনম কাপুর একজন দৃষ্টিহীন পুলিশ অফিসার। তিনি যুক্ত হয়েছেন এক প্রখ্যাত দুষ্কৃতিকে ধরার কাজে।

ওটিটি-তে আসছেন সোনম। প্রকাশ্যে এল ছবির টিজার। এরা আর সেই রম-কম মুভি নয়। প্রকাশ্যে এল একেবারে অন্য রকম কাহিনি। ছবির নাম ‘ব্লাইন্ড’। সদ্য মুক্তি পাওয়া টিজারে দেখা যাচ্ছে, সোনম কাপুর একজন দৃষ্টিহীন পুলিশ অফিসার। তিনি যুক্ত হয়েছেন এক প্রখ্যাত দুষ্কৃতিকে ধরার কাজে।

টিজারের শুরুতে দেখা যাচ্ছে, তিনি একটি ট্যাক্সিতে উঠে বসলেন। সেই ট্যাক্সি ড্রাইভার তাঁর প্রতি দয়ালু আচরণ প্রকাশ করছে। তারপর তিনি বুঝতে পারলেন সে উপকার করার অছিলায় তাঁর ক্ষতি করতে চাইছে। এরপর নানান জটিল পরিস্থিতি থেকে শুরু করে হামলা- সব কিছুরই সম্মুখীন হতে হবে তাঁকে। যার কাছে পুরো দুনিয়াটাই অন্ধকার, সে কীভাবে দুষ্কৃতি দমন করবে তা নিয়ে তৈরি ছবি।

ছবিটি ২০১১ সালে মুক্তি প্রাপ্ত কোরিয়ান ছবির হিন্দি রিমেক। সেই ছবির নামও ছিল ব্লাইন্ড। ছবির গল্প আবর্তিত হয়েছে একজন অন্ধ পুলিশ অফিসার করে ঘিরে। এই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বও কীভাবে সে একজন সিরিয়াল কিলারকে ধরবে তা নিয়েই তৈরি ছবি। ছবির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ এই অন্ধ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সোনম কাপুরকে। এই ছবি দিয়ে ওটিটি দুনিয়ায় ডেবিউ করবে সোনম।

ছবির পরিচালনা করেছেন সোম মাখিজা। ছবিতে সোনম ছাড়াও দেখা যাবে পূরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবে ও শুভম শরফকে। জিও সিনেমায় মুক্তি পাবে ছবিটি। আগামী ৭ জুলাই প্রকাশ্যে আসবে ‘ব্লাইন্ড’। এই ছবির টিজার নিজেই প্রকাশ করেছেন। টিজার প্রকাশ করে সোনম লেখেন, অন্ধদের জগতের এক ঝলক।

প্রকাশ্যে আসা টিজারে খুব সামান্য মেকআপ ও সাধারণ পোশাকে দেখা গিয়েছে তাঁকে। যা দেখে বোঝা যাচ্ছে ছবিতে তিনি কোনও গ্ল্যামারাস লুক নয়, বরং একেবারে সাদামাটা লুকে ধরা দেবেন। এদিকে এই ছবি দিয়ে দীর্ঘদিন পর ফিরছেন সোনম। শেষ ২০২০ সালে দেখা গিয়েছিল তাঁকে। ছবির নাম একে বনাম একে। তবে, ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন। তাঁকে শেষ বার দ্যজোয়া ফ্যাক্টর ছবিতে দেখা গিয়েছিল। এরপর ছেলের জন্মের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। বিভিন্ন শো-তে হাজির হলেও ছবির পর্দায় তাঁকে দেখা যায়নি। জমিয়ে মাতৃত্ব উপভোগ করেছিলেন সোনম। এবার দীর্ঘদিন পর ফিরছেন ছবির পর্দায়। একাধিক তারকা ইতিমধ্যে ওটিটি-তে পা রাখেছেন। তাদের দেখানো পথে সোনম কাপুরও পা রাখতে চলেছেন ওটিটি-তে। মুক্তি পাবে ‘ব্লাইন্ড’।

 

আরও পড়ুন

বাড়িতে আসছে নতুন অতিথি, বড় দাদা হতে চলেছে ইউভান- সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট অন্তঃসত্ত্বা শুভশ্রীর

Satyaprem Ki Katha: বাজেটের প্রায় অর্ধেক টাকা গেল কার্তিকের পকেটে, দেখে নিন ছবিতে কোন তারকা কত পারিশ্রমিক নিলেন

আলিয়া ভাটের অসাধারণ ফিটনেসের রহস্য লুকিয়ে আছে বিটরুটে, কীভাবে খেতে হয় তাও জেনে নিন

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?