১০৮টি ভিডিও থেকে ওয়েব সিরিজ, সঙ্গে মিম বানিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রয়াত ইউটিউবার দেবরাজ প্যাটেল

Published : Jun 27, 2023, 11:28 AM ISTUpdated : Jun 27, 2023, 12:14 PM IST
Devraj Patel Youtuber

সংক্ষিপ্ত

একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে প্রয়াত ইউটিউবার দেবরাজ প্যাটেলের বাইক। গুরুতর জখম হন প্রয়াত ইউটিউবার দেবরাজ প্যাটেল। মাথায় আঘাত লাগে তাঁর। শরীরের অন্যান্য অংশেও চোট লাগে।

পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিখ্যাত কমেডিয়ান, ইউটিউবার দেবরাজ পটেলের। ভিডিও শ্যুট করতে রায়পুর গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময় মৃত্যু হয় বিখ্যাত ইউটিউবার দেবরাজ প্যাটেলের। বিকেল ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। তিনি বাইক চালাচ্ছিলেন না বরং বাইকের পিছনে ছিলেন। একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে প্রয়াত ইউটিউবার দেবরাজ প্যাটেলের বাইকের। গুরুতর জখম হন প্রয়াত ইউটিউবার দেবরাজ প্যাটেল। মাথায় আঘাত লাগে তাঁর। শরীরের অন্যান্য অংশেও চোট লাগে।

জানা গিয়েছে, মোটরবাইক ও ট্রাক একই দিকে যাচ্ছিল। ট্রাকের ধাক্কা লাগে বাইকের হ্যান্ডেলে। আর তার জেরেই পিছন থেকে ছিটকে যান প্রয়াত ইউটিউবার দেবরাজ প্যাটেল। ট্রাকের তলায় পড়ে গিয়েছিলেন তিনি। তবে, প্রাণে বেঁচে যান বাইক চালক রাকেশ মানহার। তিনিই অ্যাম্বুলেন্সে খবর দেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি। প্রয়াত হন ইউটিউবার দেবরাজ প্যাটেল।

মিম বানিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রয়াত ইউটিউবার দেবরাজ প্যাটেল। তিনি ইউটিউবার হওয়ার পাশাপাশি কমেডিয়ান ছিলেন। তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যা ৩৭ হাজার। অগস্ট ২০২০ সাল থেকে মোট ১০৮টি ভিডিও বানিয়েছিলেন তিনি। সঙ্গে ওয়েব সিরিজ ধিন্ডোরা-তে উপস্থিতি নজর কেড়েছিল সকলের। মিম বানিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রয়াত ইউটিউবার দেবরাজ প্যাটেল। দিল সে বুড়া লাগতা হ্যায় ভাই- ডায়লগের মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করেছিলেন তিনি। ৮৮৮ মিলিয়ন ভিউয়ার্স তাঁর। তেমনই ৪৪০,০০০ সাবস্ক্রাইবির তাঁর চ্যানেলের।

তাঁর মৃত্যুতে শোকের ছায়া সর্বত্র। ২০২১ সালে প্যাটেল মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘের সঙ্গে একটি ভিডিও শ্যুটের সুযোগ পেয়েছিলেন। বাঘের প্যাটেল তার এবং অন্যান্য বিধায়কদের সঙ্গে আড্ডা দিচ্ছেন এমন ভিডিও শেয়ার করেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সকলে। তাঁর সকল ভক্ত সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে চলতি মাসে একাধিক তারকাকে হারিয়েছেন সকলে। সদ্য প্রয়াত হন বাংলার ‘মহীনের ঘোড়াগুলো’-র আদি ঘোড়া বাপিদা। বাপি দাস দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। এদিকে জুন মাসেই প্রয়াত হন মালায়লম অভিনেতা কাজান খান। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। তার আগে প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা মঙ্গল ধিল্লন। তেমনই ৭৯-এ প্রয়াত হন শকুনি মামা গুফি পেন্টাল। তাঁর প্রয়ানে শোকের ছায়া সর্বত্র। এদিকে গতকাল প্রয়াত হন ইউটিউবার দেবরাজ প্যাটেল। মিম বানিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন ইউটিউবার দেবরাজ প্যাটেল।

 

আরও পড়ুন

Death Threat: সলমন ছাড়া বলিউডে এমন আরও ১০ তারকা আছেন, যারা পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি, রইল তালিকা

Parineeti-Raghav: দুজনের মুখেই বিরক্তি ও উদাসীনতা, বিয়ের আগেই কি শুরু হল বিবাদ?

Tiger Shroff : খালি গায়ে গাইছেন গান, সোশ্যাল মিডিয়া ভাইরাল টাইগার শ্রফের ভিডিও

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?