জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি, জানুয়ারি মাসেই গাঁটছড়া বাঁধছেন রাহুল-আথিয়া, কোথায় জানেন?

কবে বাজবে বিয়ের সানাই। আপাতত তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন সকলে। বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে।

Web Desk - ANB | Published : Nov 25, 2022 10:04 AM
19

বলিউডের গ্র্যান্ড ওয়েডিং নিয়ে চর্চার শেষ নেই। টি২০ ওয়ার্ল্ডকাপের সফর শেষ হতে না হতেই  ফের রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে শোরগোল শুরু হয়েছে। তবে এই জল্পনার মধ্যেই মেয়ের বিয়ের খবর চেপে রাখতে পারলেন না  সুনীল শেট্টি। মেয়ের বিয়ের একাধিক  গোপন কথা ফাঁস করে দিলেন বাবা সুনীল।

29

 গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কে এল রাহুলের সঙ্গেই দীর্ঘদিন ধরে রিলেশনশিপে রয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি।

39

সম্প্রতি এক প্রথমসারির সংবাদমাধ্যমকে সুনীল জানিয়েছেন,খুব শীঘ্রই আথিয়া ও রাহুল বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। জোরকদমে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। রাহুল  টি২০ ওয়ার্ল্ডকাপের সফর শেষ  কে মুম্বই ফিরতেই বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন।
 

49


আথিয়ার বিয়ে নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সুনীল শেট্টিকে। বরাবরই নিজের মতো করে তার জবাবও দিয়েছেন  সুনীল। ফের আবার মেয়ের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। তিনি আবারও হ্যাঁ না বলছেন।

59

কবে বিয়ের পিঁড়িতে বসছে আথিয়া ও রাহুল? এর আগেও এই প্রশ্নের জবাবে সুনীল শেট্টি জানিয়েছিলেন,প্যাকড অ্যাপ শিডিউল রয়েছেন রাহুলের। এখন রাহুলের কোন ফাঁকা সময় নেই। আর ম্যাচের ফাঁকে দু-দিনের ছুটিতে বিয়ে করবেন না আথিয়া ও রাহুল। 

69

তবে বিয়ের সবকিছুই রেডি। বিয়ের ভেন্যুও ঠিক হয়ে গেছে আথিয়া ও রাহুলের। দেশে না বিদেশে কোথায় সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি, তা নিয়ে চলছে জোর জল্পনা। সূত্রের খবর বিদেশ নয় বরং সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহান-এ বসছে বিয়ের আসর।

79

বিয়ের জন্য পাঁচতারা কোনও হোটেল নয়, বরং নিজের বাংলোতেই মেয়ের বিয়ে দিতে চান সুনীল। এবং পরিবারের সকল মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান করতে চান রাহুল ও আথিয়া। সূত্রের খবর ইতিমধ্যেই ওয়েডিং প্ল্যানাররা সেই বাংলো গিয়ে ঘুরেও দেখেছেন।

89

ঘনিষ্ঠ সূত্র বলছে মুম্বইয়ের বান্দ্রার সাগরমুখী ফ্ল্যাটে নয়া সংসার পেতেছেন আথিয়া ও রাহুল। দুজনে নাকি চুটিয়ে লিভ-ইন করছেন। শোনা যাচ্ছে ওয়ার্ক শিডিউলের মধ্যেই ফাঁকা সময় বার করে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। ডিসেম্বর থেকে জানুয়ারির শুরুতেই বসবে বিয়ের আসর, তেমনটাই শোনা যাচ্ছে।

99

 ক্রীড়ামহলের একাধিক তারকারাই বিনোদন জগতের সঙ্গে গাটছড়া বেঁধেছেন। যেমন মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুর, আজহারউদ্দিন- সংগীতা বিজলানি, বিরাট কোহলি- অনুষ্কা শর্মা। তেমনই দীঘদিন ধরে কানাঘুষোতে শোনা যাচ্ছিল  সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি ও নাম লেখাতে চলেছেন সেই তালিকায়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos