বিয়ের জন্যই কি নিউজিল্যান্ড সিরিজ খেলছেন না রাহুল, কবে বসছে বিয়ের আসর

টি২০ ওয়ার্ল্ডকাপের সফর শেষ হতে না হতেই ফের রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে শোরগোল শুরু হয়েছে। শোনা যাচ্ছে, বিয়ের জন্য নিউজিল্যান্ড সিরিজ খেলছেন না রাহুল। আথিয়ার সঙ্গে কবে বসছেন বিয়ের পিঁড়িতে, ফাঁস হল নিমন্ত্রিতদের তালিকা।

Web Desk - ANB | Published : Jan 14, 2023 12:23 PM
110

বলিউডের গ্র্যান্ড ওয়েডিং নিয়ে চর্চার শেষ নেই। টি২০ ওয়ার্ল্ডকাপের সফর শেষ হতে না হতেই  ফের রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে শোরগোল শুরু হয়েছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই দীর্ঘ দিনের প্রেমিকা আথিয়া শেট্টির সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলছেন তারকা ক্রিকেটার।

210

সূত্রের খবর, আগামী ২৩ জানুয়ারি ২০২৩-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি। গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। 

310


কিছুদিন আগেই আথিয়ার বাবা সুনীল শেট্টি প্রকাশ্যে জানিয়েছিলেন,  রাহুলের এখন খুব ব্যস্ত শিডিউল তাই বিয়ের জন্য সময় বার করা খুব কঠিন। মেয়ের বিয়ের একাধিক  গোপন কথা ফাঁস করে দিলেন বাবা সুনীল।

410

সূত্রের খবর থেকে জানা গেছে, বিসিসিআইয়ের কাছে ছুটির আবেদন করে ফেলেছেন কে এল রাহুল। বিসিসিআইয়ের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, পারিবারিক প্রতিশ্রুতির কারণে কে এল রাহুল এবং  অক্ষর প্যাটেল নিউজিল্যান্ড হোম সিরিজে থাকছেন না।

510

এই খবর ফাঁস হতেই নেটিজেনদের একাংশের দাবি, পারিবারিক প্রতিশ্রুতি বলতে হয়তো বিয়ের কারণেই এই হোম সিরিজে খেলছেন না রাহুল। বিয়ের তোড়জোড় যে ভালমতেই শুরু হয়ে গেছে তা  সকলেই বুঝতে পারছেন।

610

গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কে এল রাহুলের সঙ্গেই দীর্ঘদিন ধরে রিলেশনশিপে রয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি।
 

710

তবে বিয়ের সবকিছুই রেডি। বিয়ের ভেন্যুও ঠিক হয়ে গেছে আথিয়া ও রাহুলের। দেশে না বিদেশে কোথায় সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি, তা নিয়ে চলছে জোর জল্পনা। সূত্রের খবর বিদেশ নয় বরং সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহান-এ বসছে বিয়ের আসর।

810

বিয়ের জন্য পাঁচতারা কোনও হোটেল নয়, বরং নিজের বাংলোতেই মেয়ের বিয়ে দিতে চান সুনীল। এবং পরিবারের সকল মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান করতে চান রাহুল ও আথিয়া। সূত্রের খবর ইতিমধ্যেই ওয়েডিং প্ল্যানাররা সেই বাংলো গিয়ে ঘুরেও দেখেছেন।

910

ঘনিষ্ঠ সূত্র বলছে মুম্বইয়ের বান্দ্রার সাগরমুখী ফ্ল্যাটে নয়া সংসার পেতেছেন আথিয়া ও রাহুল। দুজনে নাকি চুটিয়ে লিভ-ইন করছেন। শোনা যাচ্ছে, ওয়ার্ক শিডিউলের মধ্যেই ফাঁকা সময় বার করে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। 
 

1010


কেএল রাহুলের সঙ্গে শীঘ্রই নাকি গাটছড়া বাঁধতে চলেছেন আথিয়া শেট্টি। তবে বিয়ে নিয়ে রাহুল কিংবা আথিয়া কেউই মুখ খোলেননি। এও শোনা গিয়েছিল, রাহুলের সঙ্গে লিভ-ইনে থাকবেন তারপরই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আথিয়া। তারপর থেকেই যেন বিয়ের জল্পনা তুঙ্গে। এবার আথিয়া রাহুলের বিয়ের ভেন্যু ফাঁস হল নেটদুনিয়ায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos