ব্যক্তিগত সেক্স লাইফ সকলের সামনে আসায় কি লজ্জিত আয়ুষ্মান, সেই প্রসঙ্গে অভিনেতা সাফ জানিয়েছেন, আমি জানি না। ওর যা মনে হয় ও করতেই পারে। তবে আমি মানুষটি পুরোপুরি আলাদা। তবে কীভাবে বিতর্কে না থেকেও শিরোনামে থাকা যায় তা খুব ভালমতো জানেন আয়ুষ্মান খুরানা ও স্ত্রী তাহিরা কাশ্যপ। কোনও বিতর্কে নাম জড়ানো তো দূর বরং তা থেকে বেশ কয়েকমাইল দূরে থাকেন বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা।