নবাবজাদে অভিনেত্রীকে সম্প্রতি মুম্বইয়ে দেখা গিয়েছে। অনেকেরই আন্দাজ বিয়ের কেনাকাটা করতে এসেছিলেন তিনি। বাদশা বহুদিন ধরে বান্ধবী ইশা রিখির সঙ্গে বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন। শোনা যাচ্ছে, চলতি মাসেই গাঁটছড়া বাঁধবেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে জল্পনা।
210
সম্ভবত উত্তর ভারতের গুরুদ্বারে বিয়ের পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে। সম্ভবত কয়েকজন বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন তাঁরা। পঞ্জাবী নায়িকা বান্ধবী ইশা রিখির সঙ্গে বহুদিন সম্পর্কে রয়েছে বাদশা। সম্ভবত এবার সেই প্রেম পেতে চলেছে পরিণতি।
310
এই প্রসঙ্গে রিকিকে প্রশ্ন করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি। এদিকে বাদশা এর আগে জেসমিন মিসহকে বিয়ে করেছিলেন। ২০১৭ সালে বিয়ে করেন বাদশা। তাদের একটি মেয়েও আছে। কিন্তু, সে বিয়ে ২০২০ সালে ভেঙে যায়। তাই বিচ্ছেদের পর ফের আবার বিয়ের পিঁড়িতে বসবেন কিনা তা জানতে উৎসুক সকলে।
410
রিকিয়ের সঙ্গে অনেক দিন ধরে সম্পর্কে রয়েছেন বাদশা। তাদের সম্পর্কের খবর ইন্টারনেটে ভাইরাল হয়। বাদশা ও রিকির সম্পর্ক নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে এক সময়। অনেকেই ভেবেছে প্রেমের কারণে বিয়ে ভেঙেছিল তাঁর। তেমনই অনেকে ভেবেছেন ডিভোর্সের পর সম্পর্কে জড়িয়েছিলেন বাদশা।
510
সে যাই হোক, আদৌ বাদশা সাতপাকে বাঁধা পড়েন কি না, তা সময় বলবে। বাদশা আর পঞ্জাবী নায়িকা ইশা রিকির সম্পর্ক নিয়ে এর আগে নানান গুঞ্জন মিলেছে। কিন্তু, শেষ পর্যন্ত চার হাত এক হয় কিনা তাই দেখার।
610
এদিকে বলিউডে একের পর এক বিয়ে হচ্ছে চলতি বছরে। কদিন আগে কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের নিয়ে বেশ শোরগোল পড়েছিল বলিউডে। সম্পর্কের শুরু ২০১৮ সাল থেকে। ২০১৮ সালে ‘লাস্ট স্টোরি’ ছবির পার্টিতে সাক্ষাৎ হয়েছিল কিয়ারা ও সিদ্ধার্থের। শের শাহ ছবি থেকে বাড়ে ঘনিষ্ঠতা।
710
২০১৯ সালে নতুন বছরের ছুটি উপভোগ করতে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন তারা। দীর্ঘদিন সম্পর্কে থাকলেও জনসমক্ষে প্রেম নিয়ে কিছু বলেননি। শেষে ফেব্রুয়ারি মাসে সাতপাতে বাঁধা পড়েন তারা।
810
এদিকে এবছর একাধিক বিয়ের খবর শোনা যাচ্ছে। অনেকেই বলছেন, চলতি বছরে বিয়ে করতে পারেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। অনেকেরই আন্দাজ এবছর বিয়ে করবেন তাঁরা।
910
তেমনই রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি বাঁধা পড়তে পারেন বিয়ের বাঁধনে। এদেরও প্রেমের গুঞ্জন শোনা যায় বলিপাড়ায়। শোনা যাচ্ছে চলতি বছরে বিয়ে করবেন রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি।
1010
সে যাই হোক, আপানত বাদশার বিয়ে নিয়ে সকলের মনে রয়েছে প্রশ্ন। আদৌ বাদশা প্রেমিকার সঙ্গে বিয়ের সম্পর্কে বাঁধা পড়েন কি না সেটাই দেখার।