বেদিকা পিন্টোর প্রেমে মগ্ন আরমান কোহলি! গানে গানে বলছেন, ‘বস তুঝসে প্যায়ার হো’

Published : Nov 02, 2022, 07:59 PM ISTUpdated : Nov 02, 2022, 11:09 PM IST
Arman_Vedika

সংক্ষিপ্ত

কখনও আরমান আদর করে ফুল গুঁজে দিয়েছেন বেদিকার চুলে। কখনও বেদিকার কানে কানে গুনগুন করে উঠেছেন ভালবাসার কথা।

ফের ভূষণ কুমার এবং আরমান মালিকের গাঁটছড়া। ফের আরও একটি প্রেমের গান। 'ম্যায় রহু ইয়া না রহু', 'ঘর সে নিকালতে হি', 'টুটে খোয়াব', 'জরা ঠেহেরো', এবং 'ভেহাম'-এর মতো গান শুনে এই প্রজন্ম প্রেম কাকে বলে বুঝেছেন। আরমানের কণ্ঠে এ বার নতুন গান 'বস তুজসে প্যায়ার হো'। যে গান ভালবাসায় বাসাতে আসছে নতুন ভাবে। আরমানের এই সিঙ্গলসের সুরকার রোচক কোহলি। শিল্পীর দাবি, কোনও নির্দিষ্ট বয়সের জন্য এই গান নয়। যাঁরা ভালবাসতে ভালবাসেন তাঁদের জন্য এই গান। ফলে, সব বয়সের শ্রোতারাই নতুন গান কান পেতে শুনবেন।

গানের পাশাপাশি এ বার ক্যামেরারও মুখোমুখি আরমান। তাঁর বিপরীতে বেদিকা পিন্টো। দুই অভিনেতা মিলে মিউজিক ভিডিয়োর পরতে পরতে ছড়িয়ে দিয়েছেন ভালবাসার রেশ। কখনও আরমান আদর করে ফুল গুঁজে দিয়েছেন বেদিকার চুলে। কখনও বেদিকার কানে কানে গুনগুন করে উঠেছেন ভালবাসার কথা। টি-সিরিজের কর্ণধারের দাবি, দৃশ্যগুলো এতটাই বাস্তবসম্মত যে সবার ভাল লাগতে বাধ্য। পরিচালনায় চরিত দেশাই। পুরো গান জুড়ে অতীতে রোমান্স ফিরে ফিরে এসেছে।

নতুন গান নিয়ে কতটা আশাবাদী আরমান? শিল্পীর দাবি, "ভূষণজি এবং টি-সিরিজের অতুলনীয় সমর্থন ছাড়া 'বস তুঝসে প্যায়ার হো'কে জীবন্ত করা সম্ভব হত না। এই ধরনের গান ইদানীং খুব কমই তৈরি হয়। রোচকের সুরে রয়েছে সেই নস্টালজিয়া যা অতীত স্মৃতি মনে পড়িয়ে দেবে। যাঁরা রোমান্টিক মনের তাঁরা গুনগুন করবেন আমার এই গান। আগের গানগুলোর মতোই বারেবারে শুনবেন। আমি চট করে যে কোনও গান পছন্দ করি না। কিন্তু 'বস তুঝসে প্যায়ার হো' গানটাই যেন সবার থেকে, সব কিছুর থেকে আলাদা। গানটা শোনার পরের মুহূর্ত থেকেই আমি গানটির প্রেমে পড়েছি। পাশাপাশি, গানের ভিডিয়োটি নিয়ে সমান উত্তেজিত। কারণ, বেদিকা আর আমার জুটিকে চরিত ভিন্ন ভাবে ব্যবহার করেছেন। আমাদের মাধ্যমে এনেছেন নয়ের দশকের রোমান্স। যা আমার ভীষণ পছন্দের। তাই আশা, আমাদের মিউজিক ভিডিয়োর রসায়নে অনুরাগীরা আকৃষ্ট হবেন!’’

মিউজিক ভিডিয়োর নায়িকা বেদিকাও একই মতে বিশ্বাসী। তাঁর কথায়, “বস তুঝসে প্যায়ার হো’-এর মতো গান রোজ শোনা যায় না। তৈরিও হয় না। তাই এই গান আমার কাছে বিশেষ। আরও একটি কারণে গানটি বিশেষ। এই গান আমায় টি-সিরিজ এবং আরমান মালিকের সঙ্গে জুড়ে দিয়েছে। যার জন্য আমি কৃতজ্ঞ, গর্বিতও।" শীতের মরশুমে নতুন করে ভালবাসার বার্তা দিতে শীঘ্রই টি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। 

আরও পড়ুন-
পরস্পরকে চোখে হারাচ্ছেন রীতেশ-জেনেলিয়া, ফলাফল, দু’জনেই অন্তঃসত্ত্বা? 
শাহরুখকে 'বাবা' বলে মনে করেন না সুহানা, জন্মদিনের আদুরে শুভেচ্ছায় ফাঁস হল সিক্রেট 
বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত সামান্থা, সুস্থতা কামনা করলেন প্রাক্তন স্বামী নাগার ভাই অখিল 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?