ফের খবরে আদিপুরুষ, প্রচার শুরুর আগে মা বৈষ্ণোদেবীর দর্শনে ছবির পরিচালক ও প্রযোজক

নবরাত্রির শুভ উপলক্ষ্যে, প্রযোজক ভূষণ কুমার এবং পরিচালক ওম রাউত আদিপুরুষের প্রচারের জন্য আশীর্বাদ চেয়েছিলেন, যা রাম নবমীর শুভ উপলক্ষে ৩০ মার্চ থেকে শুরু হবে।

প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবির কথা বহুদিন ধরে রয়েছে খবরে। এই ছবিতে উঠে আসতে চলেছে রামায়ণ-র কাহিনি। মুক্তির আগেই প্রচার শিরোনামে রয়েছে আদিপুরুষ ছবিটি। কয়েক মাস আগে যখন এই ছবির টিজার মুক্তি পায়, তখন তা নিয়ে তুমুল বিতর্ক হয়। প্রভাস এবং সইফ আলি খানের লুক নিয়ে বেশ চর্চা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার এই ছবির ভক্তদের জন্য একটি সুখবর এসেছে। সম্প্রতি, নবরাত্রির বিশেষ মুহুর্ত উপলক্ষ্যে, আদিপুরুষ পরিচালক ওম রাউত এবং ভূষণ কুমার মাতা বৈষ্ণো দেবীর দর্শন করেন। দুজনের ছবিই সামনে এসেছে।

নবরাত্রির শুভ উপলক্ষ্যে, প্রযোজক ভূষণ কুমার এবং পরিচালক ওম রাউত আদিপুরুষের প্রচারের জন্য আশীর্বাদ চেয়েছিলেন, যা রাম নবমীর শুভ উপলক্ষে ৩০ মার্চ থেকে শুরু হবে। ১৬ জুন মুক্তি পাওয়ার কথা এই ছবির। ছবিটি মূলত ভগবান শ্রী রামের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয় এবং মন্দের উপর ভালোর বিজয় উদযাপন করে।

Latest Videos

মা দুর্গার হাত ধরেই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং জগতের সূচনা- ভক্তদের এমনই বিশ্বাস। হিন্দু সংস্কৃতিতে চৈত্র নবরাত্রির গুরুত্ব অপরিসীম। ভূষণ কুমারের বাবা গুলশান কুমারের মায়ের বৈষ্ণোদেবীর প্রতি গভীর বিশ্বাস ছিল। বাবার এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে ছবির প্রচারের আগে মাতা বৈষ্ণো দেবীর আশীর্বাদ নিতে আসেন ভূষণ কুমারও।

তেলুগু সুপারস্টার প্রভাসকের ছবি নিয়ে ভক্তদের প্রত্যাশা থাকে সব সময় তুঙ্গে। তাঁর আসন্ন ছবি ‘আদিপুরুষ’ নিয়ে ভক্তদের উন্মাদনা চোখে পড়ছে সকলের। এই ছবিতে রামের অবতারে অভিনয় করতে দেখা দেবেন প্রভাসকে। সীতার চরিত্রে অভিনয় করেছেন কৃতী শ্যানন। রাবণের ভূমিকায় রয়েছে সইফ আলি খান। বড় বাজেটের এই ছবি মুক্তি পাবে চলতি বছরেই। আগে রামের জন্মদিনে মুক্তির কথা থাকলেও বর্তমানে সেই দিন পরিবর্তন হয়েছে। চলতি বছর জুন মাসের ১৬ তারিখ মুক্তি পাবে ছবিটি।

রামায়ণে বর্ণিত কাহিনিকে নতুন ভাবে তুলে ধরা হবে এই ছবিতে। ওম রাউত পরিচালনায় রামায়ণের কাহিনি উঠে আসতে চলেছে ছবির পর্দায়। ছবির বাজেচ ৬০০ কোটি। এই ছবির একটি দৃশ্যের খরচ হয়েছে ১২ কোটি। মেগা চমক দিতে বহুদিন ধরেই নানান রকম প্রস্ততি নিয়েছেন প্রভাব। ছবিতে রয়েছে নানান চমক। আর এই সকল চমকের জন্য বহুদিন ধরে খবরে রয়েছে ছবিটি। রামায়ণের ওপর ভিত্তি করে ছবিটি তৈরি হয়েছে টিজার দেখা বোঝা গিয়েছে এমনটাই।

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari