Adipurush: রাম নবমীতে ৫০ ফুটের ব্যানার, প্রভাসের ‘আদিপুরুষ’ ছবির ব্যানার নজর কাড়ল সারা বিশ্বের

প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবির কথা বহুদিন ধরে রয়েছে খবরে। এই ছবিতে উঠে আসতে চলেছে রামায়ণ-র কাহিনি। আর রাম নবমীর প্রাক্কালে প্রভাব ভক্তরা তৈরি করলেন ‘আদিপুরুষ’ ছবির ৫০ ফুটের ব্যানার।

৩০ মার্চ পালিত হবে রাম নবমী। হিন্দু ধর্মে রাম নবমী একটি বিশেষ তাৎপর্যপূর্ণ উৎসব। চৈত্র নবরাত্রির শেষ দিন প্রভুর রামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় দিনটি। সারা বছর ধরে এই উৎসবের জন্য অধীর অপেক্ষায় থাকেন বহু মানুষ। আর এবার রাম নবমীর প্রাক্কালে প্রভাস ভক্তদের রাম ভক্তি নজর কাড়ল সারা বিশ্বের।

প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবির কথা বহুদিন ধরে রয়েছে খবরে। এই ছবিতে উঠে আসতে চলেছে রামায়ণ-র কাহিনি। আর রাম নবমীর প্রাক্কালে প্রভাব ভক্তরা তৈরি করলেন ‘আদিপুরুষ’ ছবির ৫০ ফুটের ব্যানার। হায়দরাবাদের বিদ্রোহীরা বা হায়দরাবাদ রিবেল গোষ্ঠীর সদস্যরা নিয়েছেন এমন পদক্ষেপ। তারা প্রতিবছরই রাম নবমী উপলক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করেন। এবারও হবে বাইক রালি। আর তার সঙ্গে মুক্তি পাবে ‘আদিপুরুষ’ ছবির ৫০ ফুটের ব্যানার।

Latest Videos

প্রভাস ভক্তরা রাম নবমীতে বিশ্বের সব থেকে বড় ‘আদিপুরুষ’ ছবির ব্যানার তৈরি করল। তেলেগু সুপারস্টার প্রভাসকের ছবি নিয়ে ভক্তদের প্রত্যাশা থাকে সব সময় তুঙ্গে। তাঁর আসন্ন ছবি ‘আদিপুরুষ’ নিয়ে ভক্তদের উন্মাদনা চোখে পড়ছে সকলের। এই ছবিতে রামের অবতারে অভিনয় করতে দেখা দেবেন প্রভাসকে। সীতার চরিত্রে অভিনয় করেছেন কৃতী শ্যানন। রাবণের ভূমিকায় রয়েছে সইফ আলি খান। বড় বাজেটের এই ছবি মুক্তি পাবে চলতি বছরেই। আগে রামের জন্মদিনে মুক্তির কথা থাকলেও বর্তমানে সেই দিন পরিবর্তন হয়েছে। চলতি বছর জুন মাসে মুক্তি পাবে ছবিটি। আর তার আগেই ‘আদিপুরুষ’ ছবির ৫০ ফুটের ব্যানার তৈরি করে সকলকে চমক দিল প্রভাব ভক্তরা।

রামায়ণে বর্ণিত কাহিনিকে নতুন ভাবে তুলে ধরা হবে এই ছবিতে। ওম রাউত পরিচালনায় রামায়ণের কাহিনি উঠে আসতে চলেছে ছবির পর্দায়। ছবির বাজেচ ৬০০ কোটি। এই ছবির একটি দৃশ্যের খরচ হয়েছে ১২ কোটি। মেগা চমক দিতে বহুদিন ধরেই নানান রকম প্রস্ততি নিয়েছেন প্রভাব। ছবিতে রয়েছে নানান চমক। আর এই সকল চমকের জন্য বহুদিন ধরে খবরে রয়েছে ছবিটি। রামায়ণের ওপর ভিত্তি করে ছবিটি তৈরি হয়েছে টিজার দেখা বোঝা গিয়েছে এমনটাই।

এদিকে, এর আগে প্রভাস ভক্তরা এসএস রাজামৌলির ব্লকবাস্টার বহুবলীর ৫০,০০০ বর্গফুটেরও বেশি বড় মাপের পোস্টার তৈরি করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ছিল। এবারও সেই পথে হাঁটল প্রভাস ভক্তরা।

 

আরও পড়ুন

আলিয়ার নামে মানহানির মামলা, তবে আবার কেন সমঝোতা করতে চাইছেন নওয়াজ?

বিকিনি পরে বয়ফ্রেন্ডের গলা জড়িয়ে মালদ্বীপের গহীন জলে ডুব, অংশুলা কাপুরের পোস্টে চড়ল পারদ

কী দেখে আপ নেতা রাঘবের প্রেমে পড়লেন পরিণীতি? সত্যিই কি বিয়ে পাকা হয়ে গেল প্রিয়ঙ্কার বোনের

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News