‘উরফির ছোঁয়া লেগেছে’- ইভেন্টে ‘হট লুকে’ উপস্থিত হতেই ট্রোলিং-র শিকার ভূমি, রইল ছবি

ফের খবরে ভূমি পেডনেকর। সদ্য একটি ইভেন্টে উপস্থিত হন। কালো রঙের পোশাকে হট লুকে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু, সেখানে উপস্থিত হতেই ট্রোলিং-র শিকার হলেন নায়িকা।

Sayanita Chakraborty | Published : Oct 13, 2023 1:40 PM
18

কেরিয়ারের শুরুদম লাগাকে হাইসা। সেই ছবিতে মোটা চেহারার ভূমি শুধু অভিনয় দক্ষতার বলে নজর কেড়েছিলেন সকলের। প্রথম ছবি হয়েছিল সুপার ডুপার হিট। আয়ুষ্মানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ভূমি।

28

এরপর শুরু হয় কেরিয়ারের লড়াই। একের পর এক ছবিতে দেখা যায় ভূমি পেডনেকরকে। ভালো ভালো ছবি উপহার দেন দর্শকদের। নিজের অভিনীত চরিত্র নিয়ে বরাবর এক্সপেরিমেন্ট করে চলেছেন নায়িকা।

38

অভিনীত চরিত্রের সঙ্গে নিজের চেহারা নিয়ে এক্সপেরিমেন্ট করেও বারে বারে খবরে এসেছেন ভূমি পেডনেকর। মাত্র কয়েক বছরে নিজের ওজন কমিয়েছেন কয়েক কেজি। বর্তমানে তাঁকে দেখে এক ঝটকায় বোঝা মুশকিল তিনিই সেই দম লাগাকে হাইসা ছবির নায়িকা।

48

এবার সদ্য ইভেন্টে হাজির হয়ে ট্রোলিং-র শিকার হতে হল ভূমিকে। কালো রঙের পোশাকে হাজির হয়েছিলেন নায়িকা। কালো বডি কন পোশাক পরেছিলেন তিনি। টাইট ফিটিংস এই পোশাকের ডিজাইন ছিল বেশ ইউনিক।

58

পোশাকের সামনে ছিল স্লিট। আর ছিল অফ শোল্ডার। যা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল তাঁর বক্ষবিভাজন। এর সঙ্গে চুল ছিল খোলা। মুখে ছিল হালকা মেকআপ। ঠোঁটে গোলাপী লিপস্টিক।

68

কালো এমন পোশাকে হাজির হয়ে শুনতে হল কটাক্ষ। সকলেই তাঁকে তুলনা করলেন উরফির সঙ্গে। তাঁর পোশাকের নকশা থেকে তাঁর লুক সব নিয়েই ট্রোল হতে হল নায়িকাকে।

78

বৃহস্পতিবার একটি ফ্যাশন ইভেন্টে হাজির হন একাধিক বলি তারকা। তালিকায় ছিলেন অনন্যা পান্ডেও। এই ইভেন্টে সকলেই বেশ হট লুকে হাজির হয়েছিলে। সেখানে কালো পোশাকে দেখা গিয়েছিল অনেককেই।

88

ইভেন্টে কালো হট পোশাকে হাজির হয়ে প্রশংসার বদলে জুটল সমালোচনা। তাঁর লুক তুলনা করা হয় উরফি জাভেদের সঙ্গে। তবে, যে যাই বলুক। ভূমি যে ফের ওজন কমিয়ে আকর্ষণীয় হয়েছেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবার ফের তাঁর রোগা চেহারা নজর কাড়ল সকলের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos