Jawan: শুধু আয়ের ক্ষেত্রে নয়, ‘জওয়ান’ ভেঙেছে আরও এই ৯টি রেকর্ড, দেখে নিন কী কী
ফের খবরে শাহরুখ অভিনীত ‘জওয়ান’। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জওয়ান। তারপর থেকে শাহরুখ জ্বরে কাবু প্রায় সব শহর। প্রতিদিনই বেড়ে চলেছে ছবির আয়ের অঙ্ক। জানেন কি, শুধু আয়ের ক্ষেত্রে নয়, জওয়ান ভেঙেছে এই ১০টি রেকর্ড, দেখে নিন কী কী।
সব থেকে বেশি অ্যাডভান্স বুকিং হয়েছে শাহরুখ অভিনীত জওয়ান ছবির। ৪৫ কোটি টাকার টিকিট প্রি বুকিং হয়েছিল জওয়ান ছবিটির। যা গড়েছে রেকর্ড।
ওপেনিং ডে-তে সব থেকে বেশি আয় করে রেকর্ড গড়েছে জওয়ান। এই ছবিটি ওপেনিং ডে-তে ৫৭ কোটি টাকা আয় করেছিল।
সিঙ্গেল ডে কালেকশনেও এই ছবি গড়েছে রেকর্ড। একদিনে ৮০ কোটি আয় করেছিল ছবিটি। তিনটি ভাষায় মুক্তি পায় জওয়ান। এই তিন ভাষা মিলিয়ে ৮০ কোটি আয় করে ছবিটি।
দ্রুত ৪০০ কোটির ঘরে পা রেখে রেকর্ড গড়ে শাহরুখ নয়নতারা অভিনীত জওয়ান। ভারতে ১১ দিনে ৪৩০ কোটি আয় করেছিল জওয়ান।
দ্রুত ৫০০ কোটির ঘরে পা রেখেও রেকর্ড গড়ে জওয়ান। মাত্রা ৪ দিনে বিশ্ব বাজারে ৫০০ কোটি টাকা আয় করে রেকর্ড গড়ে জওয়ান ছবিটি। যা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে গড়েছে রেকর্ড।
১০০০ কোটির ক্লাবে পা রেখেও রেকর্ড গড়েছে জওয়ান। মাত্র ১৯ দিনে বিশ্ব বাজারে ছবির আয় দাঁড়ায় ১০০৪.৯২ কোটি টাকা। যা আগে কোনও ছবি করতে পারেনি। ১০০০ কোটির ঘরে অনেকেই পা রেখেছে তবে দ্রুত পা রেখে রেকর্ড গড়েছে জওয়ান।
গ্রস কালেকশনের দিক দিয়েও রেকর্ড গড়ল জওয়ান। এই ছবির গ্রস কালেকশন ৭৪২ কোটি টাকা। এই তালিকাতেও অন্যান্য ছবিকে টেক্কা দিয়েছে ছবিটি।
এক মাসে বিদেশী মুদ্রায় ১৬ মিলিয়ন আয় করে রেকর্ড গড়েছে জওয়ান। UAE-তে গড়েছে এই রেকর্ড। যা হিন্দি ছবির ক্ষেত্রে এক বড় পাওনা বলা চলে।
উত্তর আমেরিকাতেও গড়েছে রেকর্ড। ১৫ মিলিয়ন আয় করেছে এই ছবিটি। ছবিটি হিন্দি, তামিল. তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। বহুরূপী শাহরুখকে দেখে মুগ্ধ সকলে।
ছবিতে দেখা মিলেছে বিজয় সেতুপতির। তেমনই দেখা মিলেছে, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সানা মালহোত্রার। রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছেন নয়নতারা। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জওয়ান। তারপর থেকে নানান কারমে খবরে আসছে ছবিটি।