রীতেশ দেশমুখ
আপনা স্বপ্না মানি মানি ছবিতে রীতেশের অভিনয়ের কথা মনে রেখেছেন সকলে। ছবিতে মেয়ের সাজে দেখা গিয়েছিল তাঁকে। আকর্ষণীর পোশাক, বড় চুল, গলায় মালা ও ঠোঁটে লিপস্টিক মেখে হাজির হয়েছিলেন রীতেশ। তাঁকে দেখে বোঝার উপায় ছিল না তিনিই রীতেশ দেশমুখ। সেই সঙ্গে তাঁর অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল সকলকে।