Satyaprem Ki Katha: কার্তিক-কিয়ারা জুটি দেখানো আশার আলো, ছবির সর্বমোট আয় গড়ল রেকর্ড

Published : Jul 25, 2023, 03:54 PM ISTUpdated : Jul 25, 2023, 03:55 PM IST

বেশ কিছুদিন পর খবরে এল কার্তিক কিয়ারা জুটি। খবরে সত্য প্রেম কি কথা। ছবির আয় গড়ল রেকর্ড। সর্বমোট আয় ১২৫ কোটি।

PREV
110

বলিউডে সময়টা তেমন ভালো চলছে না। একের পর এক মুক্তি পাওয়া ছবি ফ্লপ করছে। তেমনই কোনও ছবি বহু প্রত্যাশা নিয়ে মুক্তি পেলেও সেভাবে আয় করতে পারছে না। এই নিয়ে বেজায় চিন্তায় আছেন প্রযোজক পরিচালকেরা। একই মাঝে আশার আলো দেখানো সত্যপ্রেম কি কথা।

210

এপ্রিল মাসে মুক্তি পায় আদিপুরুষ। ৫০০ কোটি বাজেটের এই ছবি ঘিরে দর্শকদের আশা ছিল তুঙ্গে। ছবির হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানস থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র তৈরি করছিলেন ওম রাউত। ছবি মুক্তির আগে অনতত এমনই দাবি ছিল তাঁর। দাবি করেছিলেন, ছবিতে উঠে আসবে শ্রী রামের জীবন কাহিনি।

310

তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু, ছবি মুক্তির পর নানান দৃশ্য থেকে সংলাপ নিয়ে আপত্তি ওঠে। দর্শকদের অধিকাংশই দাবি করেছেন, ছবির কারণে খুন্ন হচ্ছে শ্রী রামের ভাবমূর্তি। বাস্তবে বর্ণিত কাহিনির সঙ্গে মিল নেই ছবির। নানান কারণে বিতর্কে জড়ায় আদিপুরুষ। একাধিক মামলা হয় পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে। ছবির আয়ও খুব কম হয়।

410

এরপর মুক্তি পায় ‘যারা হাটকে জারা বাচকে’। রূপোলি পর্দায় প্রথমবার জুটি বাঁধেন সারা আলি খান ও ভিকি কৌশল। এই ছবি ঘিরেও দর্শক মনে আশা ছিল বিস্তর। এর ঘরোয়া মধ্যবিত্ত দম্পতির কাহিনি নিয়ে মুক্তি পায় ছবিটি। যাদের স্বপ্ন ছিল নিজের বাড়ির।

510

ছবি আয় নিয়ে পরিচালক ও প্রযোজকেরা যতটা আশা করেছিলেন তা বাস্তবায়িত হয়নি। ছবি আয় ভালোই হয়েছিল। তবে, আশানুরূপ হয়নি। ১১৪ কোটি মতো আয় করেছিল ছবিটি।

610

এরপর মুক্তি পায় সত্যপ্রেম কি কথা। কিয়ারা ও কার্তিকের প্রেম নিয়ে মুক্তি পেয়েছে ছবিটি। ‘সত্য প্রেম কি কথা’ ছবিটিও একটি রোম্যান্টিক মুভি। ছবিতে কার্তিক আইনের ছাত্র। কিন্তু, পড়াশোনায় খুবই খারাপ। পরীক্ষায় ফেল করেছে সে। তাঁর জীবনের শুধুই ব্যর্থতা। হঠাৎ তাঁর জীবনে আসে কিয়ারা। বড়লোক বাবার মেয়ে। সুন্দরী, শিক্ষিত মেয়েটির প্রেমে পড়ে সত্য ওরফে কিয়ারা।

710

কার্তিক সিদ্ধান্ত নেয় মনের কথা মনেই রাখবে। কারণ, দুজনের মধ্যে থাকা বিস্তর তফাত দেখে সে ভয় পায়। কিন্তু, পরিস্থিতির কারণে তাঁর মনের কথা জেনে যায় কিয়ারা। গল্পে এল নতুন মোড়া। শুরু হল কিয়ারা ও কার্তিকের প্রেম কাহিনি। তবে, গল্পের কেন্দ্রে শুধু প্রেম নয়। বরং এক বিশেষ বার্তা দিয়েছেন পরিচালক।

810

ছবি পরিচালনা করেছেন সমীর বিধ্বংস। ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানি, সুপ্রিয়া পাঠক, গজরাজ রাওষ শিখা তালসানিয়া, ঋতু শিবপুরী, কৌশিক মাহাতো, সিদ্ধার্থ রানদেরিয়া।

910

ছবি মুক্তি পেয়েছে ১ মাস হতে চলল। আপাতত ছবির সর্বমোট আয় হয়েছে ১২৫ কোটি। সত্যপ্রেম কি কথা ছবিতে কিয়ারা ও কার্তিকের ম্যাজিক মাত করলে সকলের মন। সাজিদ নাদিয়াদওয়ালা-র এই ছবি গড়ল রেকড।

1010

সত্যপ্রেম কি কথা ছবির আয় আশার আলো দেখাল সকলের মনে। এদিকে শীঘ্রই মুক্তি পেতে চলেছে একাধিক বড় বাজেটের ছবি। তালিকায় আছে ওএমজি ২, গদর ২-র মতো একাধিক ছবি। ফলে সেই সকল ছবি ভালো আয় করবে বলে মনে করছেন সকলে।

click me!

Recommended Stories