কেক কেটে ধুমধাম সেলিব্রেশন, দেবীর একমাস পূর্তিতে বিরাট আয়োজন মা বিপাশা ও করণের

Published : Dec 13, 2022, 11:42 AM IST
Image Of Bipasha Basu

সংক্ষিপ্ত

দেখতে দেখতে এক মাস হয়ে গেল দেবীর। মেয়ের একমাস পূর্তি উপলক্ষ্যে কেক কেটে সেলিব্রেশন করলেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। একরত্তি দেবীকে ঘিরেই এত আয়োজন। তাকে নিয়েই সময় কাটছে মাম্মা বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের। 

চোখের পলকে কেটে গেল এক মাস। গত ১২ নভেম্বর মেয়ের মা হয়েছেন বিপাশা বসু। মেয়ের একমাস পূর্তি উপলক্ষ্যে কেক কেটে সেলিব্রেশন করলেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। একরত্তি দেবীকে ঘিরেই এত আয়োজন। তাকে নিয়েই সময় কাটছে মাম্মা বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের। দেখতে দেখতে এক মাস হয়ে গেল দেবীর। সম্প্রতি মেয়ের এক মাস পূর্তিতে এই আয়োজন করেছেন বিপাশা।

নিজের সোশ্যাল মিডিয়ায় মেয়ের এক মাস পূর্তির ভিডিও শেয়ার করেছেন বিপাশা বসু। যেখানে দেখা যাচ্ছে, করণের হাতে হাত রেখে কেক কাটছেন বিপাশা বসু। যার ক্যাপশনে লেখা, আর ঠিক এভাবেই এক মাস পূর্ণ করল দেবী। ধন্যবাদ সবাইকে যারা দেবীকে ভালবাসা ও আশীর্বাদ করে চলেছেন। আমরা কৃতজ্ঞ। দুগ্গা দুগ্গা। বিপাশার এই ভিডিওতে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

 

 

চোখে-মুখে স্পষ্ট মাতৃত্বের আভা। মেয়ে হওয়ার পর মা বিপাশার গ্লো যেন ঠিকরে বেরোচ্ছে। ফিনফিনে সরু ফিতের পোশাক পরে দেখা গিয়েছে বিপাশাকে। কালো রঙের টি-শার্ট পরেছেন বাবা করণ সিং গ্রোভার। সদ্যই মা হয়েছেন বলি অভিনেত্রী বিপাশা বসু। অভিনেত্রীর কোল আলো করে এসেছে কন্যাসন্তান। ৪৩ বছরে বিপাশার বাড়িতে আগমণ হয়েছে দেবীর। আপতত মেয়েকে নিয়ে পুরো দিন কাটছে বিপাশার।। বলিউডের নতুন মা বিপাশা বসুকে নিয়ে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে দর্শকদের মধ্যে। মেয়েকে সামলাতে সামলাতেই দিন কাটছে, রাতের ঘুম উড়েছে বিপাশার, তবু ক্লান্তি নেই ,শরীরে। মেয়ে হওয়ার পর পুরো জীবনটাই যেন মুহূর্তে বদলে গিয়েছে বিপাশার। জীবনের নতুন অধ্যায় তাড়িয়ে উপভোগ করছেন বলিউডের নতুন মা। এর মধ্যে একরত্তি দেবীকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তিনিও নিরাশ করার পাত্রী নন। মাঝেমধ্যেই মেয়ে দেবীর ছবি প্রকাশ্যে আনেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। তবে মেয়ের মুখ স্টিকার দিয়ে ঢেকে সেই ছবি শেয়ার করেন বিপাশা বসু। দীর্ঘ কয়েকবছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল করণ সিং গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিপাশা। বিয়ের ছয় বছরের মাথাতেই মা হলেন বিপাশা বসু। ৪৩ বছরে সন্তানের মা হলেন বিপাশা বসু। বিপাশার মা হওয়ার খবরে হৈ চৈ পড়ে গিয়েছে টিনসেল টাউনে। মেয়ে হওয়ার খবরে সকলেই খুশি। বাবা হওয়ার আনন্দে আপ্লুত করণ সিং গ্রোভার।

আরও পড়ন-

মায়ের আঙুল শক্ত করে আকড়ে ধরেছে একরত্তি, মেয়ে দেবীর মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন বিপাশা

কী কী দিয়ে তৈরি হয়েছে দেবী, একরত্তি মেয়ের প্রথম ছবি প্রকাশ্যে এনে রেসিপি শেয়ার করলেন বিপাশা-করণ

ফুটফুটে কন্যা 'দেবী'কে নিয়ে বাড়ি ফিরলেন বিপাশা, মেয়েকে কোলে নিয়ে পাপা করণের সঙ্গে পোজ নতুন মায়ের

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে