আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে রেকর্ড গড়ছে। ভারতীয় সিনেমার ইতিহাসে কোনও বাণিজ্যিক সিনেমা এত আয় করেনি। এই পরিস্থিতিতে ‘পুষ্পা ২’ OTT-তে আসছে বলে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে স্ট্রিমিং শুরু হবে বলে পোস্ট দেখা গিয়েছে। তবে, প্রযোজনা সংস্থা সেই খবর অস্বীকার করেছে। তারা বলেছে, বড় পর্দায় ‘পুষ্পা ২’ দেখে ছুটির মরসুম উপভোগ করুন। তবে এখন OTT মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে বলে জানা গিয়েছে।