ইতিমধ্যেই এই সিনেমা থেকে প্রকাশিত টিজার, ট্রেলার, গান দিয়ে সিনেমাটি নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। এখন পর্যন্ত যেসব প্রচারমূলক অনুষ্ঠান হয়েছে, তাতে এস জে সূর্য, শ্রীকান্ত, সমুদ্রখনি, অঞ্জলি সহ সব তারকাই উপস্থিত ছিলেন। কিন্তু 'গেম চেঞ্জার'-এর নায়িকা কিয়ারা আডবাণীকে কোথাও দেখা যাচ্ছে না।