কেন হাসপাতালে কিয়ারা আডবাণী? হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী?

কিয়ারা আডবাণীর কি হয়েছে? 'গেম চেঞ্জার' ছবির প্রচারে তাঁকে কেন দেখা যাচ্ছে না? তিনি কি হাসপাতালে ভর্তি হয়েছেন? কারণ কী? 

Soumya Gangully | Published : Jan 5, 2025 3:27 AM
15
কিয়ারা আডবাণী-রাম চরণের নতুন ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে, আগ্রহ তুঙ্গে

মেগা হিরো রাম চরণ, কিয়ারা আডবাণী অভিনীত 'গেম চেঞ্জার'। দক্ষিণ ভারতীয় তারকা পরিচালক শংকর পরিচালিত এই বিগ বাজেটের সিনেমাটি সংক্রান্তির উপহার হিসেবে ১০ জানুয়ারী বিশ্বব্যাপী মুক্তি পাবে। এই উপলক্ষে, টিমটি ব্যাপকভাবে সিনেমাটির প্রচারণা চালাচ্ছে। আমেরিকার মতো দেশগুলিতে ইতিমধ্যেই অনুষ্ঠান করে ভারতে ফিরে আসা 'গেম চেঞ্জার' টিম এখানেও দেশব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা করছে। সম্প্রতি হায়দরাবাদে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাজামৌলির হাত দিয়ে প্রকাশিত এই সিনেমার ট্রেলার রেকর্ড সংখ্যক ভিউ পেয়েছে। 

25
কিয়ারা আডবাণী নিজের ছবির প্রচারে কেন থাকছেন না, তা নিয়ে জল্পনা চলছে

ইতিমধ্যেই এই সিনেমা থেকে প্রকাশিত টিজার, ট্রেলার, গান দিয়ে সিনেমাটি নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। এখন পর্যন্ত যেসব প্রচারমূলক অনুষ্ঠান হয়েছে, তাতে এস জে সূর্য, শ্রীকান্ত, সমুদ্রখনি, অঞ্জলি সহ সব তারকাই উপস্থিত ছিলেন। কিন্তু 'গেম চেঞ্জার'-এর নায়িকা কিয়ারা আডবাণীকে কোথাও দেখা যাচ্ছে না। 
 

35
জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণী কি অসুস্থতার জন্য ছবির প্রচারে নেই?

এই ছবিতে দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করা অঞ্জলি প্রায় সব প্রচারমূলক অনুষ্ঠানেই নিয়মিত অংশগ্রহণ করছেন, কিন্তু কিয়ারা আডবাণী শুধুমাত্র টিজার প্রকাশ অনুষ্ঠান ছাড়া এখন পর্যন্ত কোথাও দেখা যায়নি। 'গেম চেঞ্জার'-এর প্রাক-মুক্তি অনুষ্ঠান রাজামুন্দ্রিতে অনুষ্ঠিত হবে। মুম্বইয়ে 'গেম চেঞ্জার'-এর সাংবাদিক সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে। মুম্বইয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনেও কিয়ারা উপস্থিত না থাকায় আসলে কী হয়েছে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

45
কিয়ারা আডবাণী সত্যিই অসুস্থ বলে জানা গিয়েছে, তিনি সুস্থ হলে ছবির প্রচারে যাবেন

কিছু কিছু সময় দেখা গেলেও 'গেম চেঞ্জার'-এর প্রচারণায় তাকে পুরোপুরি দেখা যাচ্ছে না। কিয়ারার সঙ্গে প্রচার চালানোর জন্য কিছু ভক্ত অনুরোধ করছেন। বলিউডে কিয়ারা আডবাণী ছাড়া প্রচার চললে সিনেমাটির জন্য সমস্যা হতে পারে। তবে বর্তমানে না এলেও, পরে প্রচারে তাঁকে দেখা যেতে পারে বলে জানা গিয়েছে। বর্তমানে স্বাস্থ্যের অবনতির জন্য হাসপাতালে আছেন কিয়ারা। সুস্থ হলেই উত্তর ভারতে প্রচারে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

55
কিয়ারা আডবাণী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হননি বলে দাবি করেছেন তাঁর ম্যানেজার

কয়েকটি সংবাদমাধ্যমে কিয়ারার হাসপাতালে থাকার খবর প্রচারিত হওয়ায় এই অভিনেত্রীর ম্যানেজার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলে জানা গিয়েছে। কিয়ারার কিছু হয়নি এবং তিনি হাসপাতালে ভর্তি হননি বলে জানানো হয়েছে। তিনি বিশ্রাম ছাড়াই কাজ করার জন্য চিকিৎসকরা তাঁকে কিছুটা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাই মুম্বইয়ের অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos