'পুরুষদের নিজেদের নিয়ন্ত্রণ করা উচিত', আরজি কর নিয়ে বিশেষ বার্তা জনের

বলেন, আমি পুরুষদের একটু নিজেদের আচার-আচরণ নিয়ে ভাবতে হবে। পুরুষদের নিজেদের নিয়ন্ত্রণ করা উচিত। না হলে আমি তাদের টুকরো টুকরো করে দেব। সত্যি বলছি, আমি আরও ভালো পারিবারিক শিক্ষা আশা করি।

Sayanita Chakraborty | Published : Aug 23, 2024 3:18 PM IST

আরজি কর কাণ্ডের তীব্র নিন্দা করলেন জন আব্রাহাম। আরজিকর নিয়ে দফায় দফায় সেলেবরা প্রতিবাদ করে চলেছেন। টলিউড তো বটেই বলিউডেও শুরু হয়েছে প্রতিবাদ। একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেছেন। সকলেই নিজের নিজের মত পোষণ করেছেন এই ঘটনার প্রেক্ষিতে। এবার সংবাদমাধ্যমে পুরুষদের আচরণ নিয়ে বিশেষ বার্তা দিলেন বলিউড তারকা জন আব্রাহাম।

তিনি বলেন, আমি পুরুষদের একটু নিজেদের আচার-আচরণ নিয়ে ভাবতে হবে। পুরুষদের নিজেদের নিয়ন্ত্রণ করা উচিত। না হলে আমি তাদের টুকরো টুকরো করে দেব। সত্যি বলছি, আমি আরও ভালো পারিবারিক শিক্ষা আশা করি। আমি মহিলাদের আলাদা করে কিছু বলব না। ওঁদের কোনও ভুল নেই। বাবা-মায়ের নিজেদের ছেলেদের ভালো শিক্ষা দেওয়া উচিত। নিয়ন্ত্রণ করতে, ভালো ব্যবহার করতে শেখানো উচিত। মহিলারা আরও শক্তিশালী হয়ে উঠুক।

Latest Videos

এদিকে আজ আরজি কর নিয়ে টলিউড তারকাদের পোস্ট ভাইরাল হয়েছে। টলি তারকা স্বস্তিকা মুখোপাধ্যায় এক বিশেষ পোস্ট করেন। তিনি লেখেন, কেউ ধরা পরবে?

কেউ arrest হবে?

কেউ শাস্তি পাবে?

এখনও CBI কাউকে খুঁজে পাচ্ছে না?

দু সপ্তাহ হতে চলল তো।

এরকম একটা মর্মান্তিক ঘটনাও যদি তলিয়ে যায় তাহলে আর আমাদের মেয়েদের বাঁচার উপায় নেই।

আহারে। ওর বাবা মা কি নিয়ে বাঁচবে এটা ভাবলেই আর ঘুম আসে না।

নিজের মেয়েটার মুখের দিকে চেয়ে থাকি আর সকাল হয়ে যায়।

অন্যদিকে, অভিনেতা মৈনাক সন্দীপ ঘোষের নিন্দা করে বলেন, তিনি তো মহান মানুষ।… এই লোকটাকে নিয়ে সিবিআই কী ভাবছে তা-ও বোঝা যাচ্ছে না। প্রতিদিন সিবিআই দফতরে যাচ্ছে আর আসছে।

 

Share this article
click me!

Latest Videos

এবার হামলা ক্যানিং হাসপাতালে! আবারও প্রশ্নের মুখে নিরাপত্তা | Canning Hospital Attack
‘তৃণমূল চুরি ছাড়া আর কিছুই জানে না’ মঞ্চে দাঁড়িয়ে মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু! দেখুন কী বললেন
Suvendu Adhikari: 'মমতা পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ বানাতে চায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Firhad Hakim : চাপের মুখে ভোলবদল ফিরহাদের, দেখুন কী সাফাই দিলেন তিনি
সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে কটাক্ষ দিলীপ ঘোষের | Dilip Ghosh Latest News | RG Kar