'পুরুষদের নিজেদের নিয়ন্ত্রণ করা উচিত', আরজি কর নিয়ে বিশেষ বার্তা জনের

Published : Aug 23, 2024, 08:48 PM IST
John Abraham

সংক্ষিপ্ত

বলেন, আমি পুরুষদের একটু নিজেদের আচার-আচরণ নিয়ে ভাবতে হবে। পুরুষদের নিজেদের নিয়ন্ত্রণ করা উচিত। না হলে আমি তাদের টুকরো টুকরো করে দেব। সত্যি বলছি, আমি আরও ভালো পারিবারিক শিক্ষা আশা করি।

আরজি কর কাণ্ডের তীব্র নিন্দা করলেন জন আব্রাহাম। আরজিকর নিয়ে দফায় দফায় সেলেবরা প্রতিবাদ করে চলেছেন। টলিউড তো বটেই বলিউডেও শুরু হয়েছে প্রতিবাদ। একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেছেন। সকলেই নিজের নিজের মত পোষণ করেছেন এই ঘটনার প্রেক্ষিতে। এবার সংবাদমাধ্যমে পুরুষদের আচরণ নিয়ে বিশেষ বার্তা দিলেন বলিউড তারকা জন আব্রাহাম।

তিনি বলেন, আমি পুরুষদের একটু নিজেদের আচার-আচরণ নিয়ে ভাবতে হবে। পুরুষদের নিজেদের নিয়ন্ত্রণ করা উচিত। না হলে আমি তাদের টুকরো টুকরো করে দেব। সত্যি বলছি, আমি আরও ভালো পারিবারিক শিক্ষা আশা করি। আমি মহিলাদের আলাদা করে কিছু বলব না। ওঁদের কোনও ভুল নেই। বাবা-মায়ের নিজেদের ছেলেদের ভালো শিক্ষা দেওয়া উচিত। নিয়ন্ত্রণ করতে, ভালো ব্যবহার করতে শেখানো উচিত। মহিলারা আরও শক্তিশালী হয়ে উঠুক।

এদিকে আজ আরজি কর নিয়ে টলিউড তারকাদের পোস্ট ভাইরাল হয়েছে। টলি তারকা স্বস্তিকা মুখোপাধ্যায় এক বিশেষ পোস্ট করেন। তিনি লেখেন, কেউ ধরা পরবে?

কেউ arrest হবে?

কেউ শাস্তি পাবে?

এখনও CBI কাউকে খুঁজে পাচ্ছে না?

দু সপ্তাহ হতে চলল তো।

এরকম একটা মর্মান্তিক ঘটনাও যদি তলিয়ে যায় তাহলে আর আমাদের মেয়েদের বাঁচার উপায় নেই।

আহারে। ওর বাবা মা কি নিয়ে বাঁচবে এটা ভাবলেই আর ঘুম আসে না।

নিজের মেয়েটার মুখের দিকে চেয়ে থাকি আর সকাল হয়ে যায়।

অন্যদিকে, অভিনেতা মৈনাক সন্দীপ ঘোষের নিন্দা করে বলেন, তিনি তো মহান মানুষ।… এই লোকটাকে নিয়ে সিবিআই কী ভাবছে তা-ও বোঝা যাচ্ছে না। প্রতিদিন সিবিআই দফতরে যাচ্ছে আর আসছে।

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?