অভিনেতা রাজকুমার যাদব বলিউডে সহযোগী অভিনেতা হিসেবে কাজ করতেন, তারপর যখনই তিনি পদবী বদলে রাজকুমার রাও হয়ে গেলেন, তখনই একেবারে প্রধান চরিত্রে অভিনয় করা শুরু করলেন। প্রমানস্বরূপ দেখা যায় তাঁর, ‘শহিদ’ অথবা ‘নিউটন’ সিনেমাগুলি। যদিও তারপর তিনি নামের সঙ্গে একটা অতিরিক্ত ‘M’ যোগ করে ‘Rajkummar Rao’ লিখতে শুরু করেন।