
বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যেতে আর ৭ দিনও বাকি নেই। ১৩ মে বাগদান পর্ব শেষ হওয়ার পর থেকেই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা এবং বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ২৪ সেপ্টেম্বর তারিখে চার হাত এক হবে এই তারকা ব্যক্তিত্বদের। তার আগে রবিবার, ১৭ সেপ্টেম্বর থেকেই বিয়ের আচার-অনুষ্ঠান শুরু হয়ে গেছে রাজস্থানে। সেই পথে যাওয়ার আগে রাঘবের নামের আদ্যাক্ষর লেখা ক্যাপ পরে হাসিমুখে বিমানবন্দরে এগিয়ে এলেন বলি- সুন্দরী।
মুম্বই বিমান বন্দরে হালকা নীলচে শ্রাগ, গাঢ় নীল বেল বটম প্যান্ট আর সাদা টি শার্টের সঙ্গে পরিণীতির মাথায় শোভা পাচ্ছিল একটি বিশেষ কালো রঙের ক্যাপ। সেই ক্যাপের সামনে ইংরেজি অক্ষরে লেখা 'আর' (R), অর্থাৎ, রাঘব চড্ডার নামের আদ্যাক্ষর।
বিয়ের আনন্দে পাপারাৎজিদের সামনে দিয়ে বেশ খোশ মেজাজেই বেরিয়ে যেতে দেখা গেল পরিণীতি চোপড়াকে। তারপর ভক্তদের অনুরোধে বিমানবন্দরে ঢোকার মুখে তিনি যখন ছবি তোলার জন্য পোজ় দিলেন, তখন বিশেষভাবে তুলে ধরলেন মাথার ক্যাপ টুপিটি।
আরও পড়ুন-
Happy Birthday Modi Ji: সকাল থেকে শিশুদের ভিড়, প্রধানমন্ত্রীর জন্মদিন যেন 'লাল-নীল-সবুজেরই মেলা...'
Viral Video: পুলিশের উর্দি পরেই প্রি-ওয়েডিং শ্যুট! হায়দরাবাদে দুই পুলিশকর্মীর প্রেমের কাহিনী এখন ভাইরাল
সাবধান! ভারতে ঢুকে পড়েছে চিকেনপক্সের নতুন প্রজাতি, কোন কোন লক্ষণ দেখলে অবশ্যই সতর্ক হবেন?
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।