Parineeti Chopra: ক্যাপের সামনে লেখা 'আর', রাঘবের নামের আদ্যাক্ষর বিশেষভাবে তুলে দেখালেন পরিণীতি

Published : Sep 17, 2023, 02:27 PM ISTUpdated : Sep 17, 2023, 08:07 PM IST
parineeti chopra

সংক্ষিপ্ত

বিয়ের বাকি রয়েছে আর মাত্র কিছুদিন। সেই আয়োজনের তোড়জোড়ের মধ্যেই আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা-র প্রতি ইতিউতি ভালোবাসা ছড়িয়ে যেতে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে।

বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যেতে আর ৭ দিনও বাকি নেই। ১৩ মে বাগদান পর্ব শেষ হওয়ার পর থেকেই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা এবং বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ২৪ সেপ্টেম্বর তারিখে চার হাত এক হবে এই তারকা ব্যক্তিত্বদের। তার আগে রবিবার, ১৭ সেপ্টেম্বর থেকেই বিয়ের আচার-অনুষ্ঠান শুরু হয়ে গেছে রাজস্থানে। সেই পথে যাওয়ার আগে রাঘবের নামের আদ্যাক্ষর লেখা ক্যাপ পরে হাসিমুখে বিমানবন্দরে এগিয়ে এলেন বলি- সুন্দরী। 

মুম্বই বিমান বন্দরে হালকা নীলচে শ্রাগ, গাঢ় নীল বেল বটম প্যান্ট আর সাদা টি শার্টের সঙ্গে পরিণীতির মাথায় শোভা পাচ্ছিল একটি বিশেষ কালো রঙের ক্যাপ। সেই ক্যাপের সামনে ইংরেজি অক্ষরে লেখা 'আর' (R), অর্থাৎ, রাঘব চড্ডার নামের আদ্যাক্ষর। 

বিয়ের আনন্দে পাপারাৎজিদের সামনে দিয়ে বেশ খোশ মেজাজেই বেরিয়ে যেতে দেখা গেল  পরিণীতি চোপড়াকে। তারপর ভক্তদের অনুরোধে বিমানবন্দরে ঢোকার মুখে তিনি যখন ছবি তোলার জন্য পোজ় দিলেন, তখন বিশেষভাবে তুলে ধরলেন মাথার ক্যাপ টুপিটি। 
 


আরও পড়ুন- 

Happy Birthday Modi Ji: সকাল থেকে শিশুদের ভিড়, প্রধানমন্ত্রীর জন্মদিন যেন 'লাল-নীল-সবুজেরই মেলা...'
Viral Video: পুলিশের উর্দি পরেই প্রি-ওয়েডিং শ্যুট! হায়দরাবাদে দুই পুলিশকর্মীর প্রেমের কাহিনী এখন ভাইরাল
সাবধান! ভারতে ঢুকে পড়েছে চিকেনপক্সের নতুন প্রজাতি, কোন কোন লক্ষণ দেখলে অবশ্যই সতর্ক হবেন?

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী