সাই পল্লবীর বিপরীতে অভিনয় করতে চলেছেন আমির পুত্র, রোম্যান্টিক ছবিতে দেখা দেবেন জুনায়েদ

রোম্যান্টিক সিনেমা দেখা দেবেন সাই পল্লবী ও জুনায়েদ খান। অভিনয় জগতে পা রাখেই রোম্যান্স করতে চলেছেন সাই পল্লবীর সঙ্গে। এমনই খবরে বক্স অফিসে।

তারকা পরিবারের সদস্য হলে কিংবা তারকা সন্তান হলে সে অভিনয় জগতে পা রাখবে- এমন ভেবে থাকেন সকলে। বাস্তবেও হয় এমনটা। অধিকাংশ তারকা পরিবারের সদস্যরা পা দিয়ে থাকেন অভিনয় জগতে। কেউ কেউ নিজের পরিচিতি গড়তে সফল হন তো কেউ ব্যর্থ। তবে, তারকা পরিবারের সদস্যদের জন্য অভিনয় জগতে পা রাখার পথ হয় অনেক সহজ। তবে, এই নিয়ে বিতর্কও কম হয় না। এই কারণে এক সময় নেপোটিজমের অভিযোগে তোলপাড় হয়েছিল বলিউড। তবে, তাতে পরিস্থিতি যে বিস্তর পরিবর্তন হয়েছে এমন নয়। এবার সেই নেপোটিজমের তর্ক উপেক্ষা করে অভিনয় জগতে পা রেখেছেন আমির খানের বড় ছেলে। এবার প্রকাশ্যে এল তাঁর নতুন কাজের খবর।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিতে চলেছেন আমির খানের ছেলে জুনায়েদ খান। সদ্য প্রকাশ্যে এসেছে এক বিশেষ খবর। শোনা যাচ্ছে, দক্ষিণী তারকা সাই পল্লবীর বিপরীতে অভিনয় করতে চলেছেন আমির পুত্র। জানা গিয়েছে, ছবিটি পরিচালনা করবেন সুনীল পান্ডে। এক রোম্যান্টিক সিনেমা দেখা দেবেন সাই পল্লবী ও জুনায়েদ খান। অভিনয় জগতে পা রাখেই রোম্যান্স করতে চলেছেন সাই পল্লবীর সঙ্গে। এমনই খবরে বক্স অফিসে।

Latest Videos

এদিকে মাঝে শ্রীদেবীর কন্যা খুশির সঙ্গে কাজ করার কথা ছিল জুনায়েদের। শোনা গিয়েছিল, সুপার হিট তামিল রম কম লাভ টুডে-র হিন্দি রিমেকে আমির খানের বড় ছেলে জুনায়েদ খানকে বনি কাপুরের মেয়ে খুশির সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে। তবে, আপাতত দ্য আর্চিস ছবি দিয়ে বক্স অফিসে ডেবিউ করতে চলেছে খুশি কাপুর। একতা কাপুরের প্রোজেক্টে অভিনয়ে পা দেবেন তিনি। এই ছবিতে অগস্তা নন্দা, সুহানা খান। আছেন মিহির আহুজা, বেদাং রায়না, যুবরাজ মেন্ডা।

অন্যদিকে, ইতিমধ্যে মহারাজ নামে একটি ছবিতে অভিনয় করেন আমির পুত্র। ছবিটিতে শর্বরী ওয়াঘ ও জয়দীপ আহলাওয়াত প্রধান চরিত্রে কাজ করেছেন। এছাড়াও, আমির খানের প্রোডাকশন প্রযোজিত প্রীতম পেয়ারে নামক ওয়েব সিরিজে কাজ করেছেন জুনায়েদ।

সে যাই হোক, শীঘ্রই সাই পল্লবীর সঙ্গে কাজ করবেন জুনায়েদ। রোম্যান্টিক ছবিতে দেখা দেবেন তারকা পুত্র। একেবারে নতুন ধরনের ছবিতে দেখা যাবে তাঁকে। তবে, বাবার মতো সে সফল হয় কিনা তা সময় বলবে। তেমনই আমির খানের সঙ্গে একই ছবিতে জুনায়েদকে দেখতে আগ্রহী একাধিক তারকা।

 

 

আরও পড়ুন

Snake on Shooting! টলিউড তারকা সোহমের শুটিংয়ে হঠাৎ ঢুকে পড়ল অজগর…

Jawan: ৪০০ কোটির ঘরে পা দিতে রয়েছে সামান্য ব্যবধান, রইল ‘জওয়ান’ ছবির অষ্টম দিনের আয়ের হিসেব

Rashmika Mandanna : জিমে পায়ের পেশির জোর বাড়ানোর কসরত রশ্মিকা মন্দানার, ভিডিও দেখে উচ্ছ্বসিত ভক্তরা

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের