‘জওয়ান’ সাফল্যের রেশ কাটতে না কাটতে শুরু নতুন কাজ, পর্দায় আসার প্রস্তুতি চলছে করণ-অর্জুন জুটির

Published : Sep 17, 2023, 08:33 AM IST
srk and salman khan

সংক্ষিপ্ত

একে অপরের ছবির ক্যামিও চরিত্রে দেখা দিলেও সেভাবে দুজনে অভিনয় করেননি। এবার দর্শকদের সেই দুঃখ দূর করতে আসছেন শাহরুখ খান ও সলমন খান।

ফের খবরে বাদশা। তবে, তিনি একা নন এবার সঙ্গে সলমন খান। বহুদিন ধরেই শোনা গিয়েছে পর্দায় দেখা যেতে পারে করণ অর্জুন জুটি। ৯০ দশকের সেরা ছবির সেরা হিট জুটি হয়েছিল করণ ও অর্জুন। অর্থাৎ শাহরুখ ও সলমন খান। সময়টা ছিল ১৯৯৫ সাল। এর পর আর শাহরুখ ও সলমন খানকে সেভাবে দেখা যায়নি। একে অপরের ছবির ক্যামিও চরিত্রে দেখা দিলেও সেভাবে দুজনে অভিনয় করেননি। এবার দর্শকদের সেই দুঃখ দূর করতে আসছেন শাহরুখ খান ও সলমন খান।

বহুদিন আগেই শোনা গিয়েছিল, তৈরি হবে টাইগার বনাম পাঠান। আর এবার সেই কাজই এক ধাপ এগিয়ে গেল। টাইগার বনাম পাঠান নিয়ে আসছেন আদিত্য চোপড়া। আর তা পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। এবার শোনা যাচ্ছে এই ছবির জন্য চলতি মাসে একাধিক মিটিং হয়েছে। এক বলিউড রিপোর্ট অনুসারে, স্ক্রিপ্ট শোনানো হয়েছে টাইগার বনাম পাঠান ছবির। সলমন খান ও শাহরুখের সঙ্গে আলাদা করে মিটিং করেছেন প্রযোজক। তেমনই দুই তারকাও এই ছবির জন্য একসঙ্গে আলোচনায় বসেন। ইতিমধ্যে শুরু হয়েছে প্রাথমিক স্তরের কাজ। সেই কাজ সম্পন্ন হলে শুরু হবে শ্যুটিং।

টাইগার বনাম পাঠান ছবিটি সব থেকে বড় চলচ্চিত্র হতে চলেছে। থাকতে চলেছে বিস্তর ঝলক। কবির খান পরিচালিত এক থা টাইগার, আলি আব্বাস পরিচালিত টাইগার জিন্দা হ্যায়, সিদ্ধার্থ আনন্দের যুদ্ধ, তেমনই পাঠান-র মতো সকল ছবিতে ছাপিয়ে যেতে চলেছে টাইগার বনাম পাঠান।

সব কাজ সঠিক সময় সম্পন্ন হলে ২০২৪ সালে বক্স অফিসে ফিরতে পারে করণ-অর্জুন জুটি। এদিকে সদ্য বাদশা খবরে আছেন জওয়ান ছবি নিয়ে। ছবিটি ব্যাপক সফল হয়েছে। এর পরই আসছে ডাঙ্কি। এই ছবিতে রাজকুমার হিরানির পরিচালনায় দেখা যাবে শাহরুখকে। তেমনই সলমন ভাইজান ব্যস্ত তাঁর টাইগার ৩ নিয়ে। ক্যাটরিনার সঙ্গে ফের জুটি বাঁধবেন সলমন। এই ছবিটি শীঘ্রই মুক্তি পাবে বক্স অফিসে। টাইগার সিরিজের নতুন সিক্যুয়েল নিয়ে আসছেন ভাইজান। তারপর অন্য কাজ সেরে হাত দেবেন টাইগার বনাম পাঠান ছবির কাজে। এই ছবির নাম থেকেই স্পষ্ট অ্যাকশন, বিনোদনের বিশেষ প্যাকেজ নিয়ে আসছেন পরিচালক-প্রযোজকেরা। শীঘ্রই শুরু হবে শ্যুটিং। আপাতত প্রি প্রোডাকশনের কাজে ব্যস্ত সকল তারকা।

 

আরও পড়ুন

Gourav Roy Chowdhury: পরিচালনায় পা দিলে কুশবাবু, অভিনয়ের পাশাপাশি নতুন ভূমিকায় অভিনেতা

'অবশ্যই ধ্বংস হবে...', কার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দিলেন নুসরত জাহান?

Urfi Javed : আবারও চমক উরফির, নীল ট্রান্সপারেন্ট টপ ও ম্যাচিং সেক্সি শর্টে ঘুম উড়ালেন ভক্তদের

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী