Bollywood Fashion: ফিউশন পোশাকে বলিউডের ৬ ব্যতিক্রমী সুন্দরী, বিয়েবাড়িতে আপনিও ব্যবহার করতে পারেন এই স্টাইল

দীপিকা পাড়ুকোন থেকে দিব্যা দত্ত, প্রাচ্যের সাথে পাশ্চাত্য যোগ করে মোহময়ী সাজের স্টেটমেন্ট শিখিয়েছেন যেসব বলিউড সুন্দরীরা…. দেখে নিন এক ঝলকে।

Sahely Sen | Published : Aug 28, 2023 5:50 AM IST
113

ভারতীয় পোশাকের সাথে পশ্চিমী পোশাকের মেলবন্ধন। এথনিক লুকে নজর কাড়ছেন বলি তন্বীরা। 

213

ডিপ নেক ব্লাউজের সাথে কুঁচি দেওয়া ধুতি স্টাইলের ঘাগড়া, একেবারে অন্যরকম সাজে সেজেছেন অনন্যা পাণ্ডে। 

313

হালকা শাড়ির সাথে হল্টা‌র নেক ব্লাউজে দুর্দান্ত লাগছে দীপিকা পাড়ুকোনকেও। 

413

ব্লাউজের পিঠখোলা ব্লাউজের সাথে রাফেল শাড়ি তাঁর এথনিক সাজে পাশ্চাত্যের মাত্রা যোগ করে বেশ অনেকখানি। 

513

ডিপ নেক টপ আর কালো বিডস দেওয়া কানের দুলে অভিনেত্রী দিব্যা দত্ত পশ্চিমী ঢং তো রেখেছেন অবশ্যই, কিন্তু, তাঁর ফ্লোরাল শাড়ির গুনে সাজটি হয়েছে এক্কেবারে ভারতীয়। 

613

অভিনেত্রী জাহ্নবী কাপুরও এথনিক সাজের সঙ্গে পশ্চিমী সাজ যোগ করেছেন আত্মবিশ্বাসের সঙ্গেই। 

713

ডিপ নেক স্লিভলেস ব্লাউজটি নীল ওড়না আর ঘাগড়ার সঙ্গে বিশেষ উষ্ণতা জুড়ে দিয়েছে। 

813

নব্বইয়ের দশক থেকেই তিনি নজরকাড়া, আধুনিক ফ্যাশন দুনিয়াতেও তিনি সমান উজ্জ্বল। 

913

স্লিভলেস ব্লাউজের সঙ্গে গাড় আর হালকা গোলাপির মিশ্রণে ঝকমকে শাড়িটি অভিনেত্রী কাজলের সাজকে একদম পারফেক্ট ফিউশন করে তুলেছে। 

1013

দক্ষিণী দুনিয়ার সাথে সাথে তিনি এখন বলিউডেও সমান জনপ্রিয়। ব্লেজারের সাথেও যে ভারতীয় মেয়েদের বিয়েবাড়ির সাজ সাজা যায়, তা শিখিয়েছেন সামান্থা রুথ প্রভু।

1113

ওড়নার ওপরে ব্লেজার আর ডিপ নেক টপের সাথে তাঁর চোখের লালচে রোদচশমাটি তাঁকে যেমন সাহসী করে তুলেছে, তেমনই রেখেছে সুন্দরী রূপেও।

1213

উন্মুক্ত বক্ষযুগলে শোল্ড‌ার-লেস ব্লাউজ পরেও ভারতীয় ধাঁচ বজায় রেখেছেন শ্রদ্ধা কাপুর। 

1313
Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos