ভারতীয় পোশাকের সাথে পশ্চিমী পোশাকের মেলবন্ধন। এথনিক লুকে নজর কাড়ছেন বলি তন্বীরা।
ডিপ নেক ব্লাউজের সাথে কুঁচি দেওয়া ধুতি স্টাইলের ঘাগড়া, একেবারে অন্যরকম সাজে সেজেছেন অনন্যা পাণ্ডে।
হালকা শাড়ির সাথে হল্টার নেক ব্লাউজে দুর্দান্ত লাগছে দীপিকা পাড়ুকোনকেও।
ব্লাউজের পিঠখোলা ব্লাউজের সাথে রাফেল শাড়ি তাঁর এথনিক সাজে পাশ্চাত্যের মাত্রা যোগ করে বেশ অনেকখানি।
ডিপ নেক টপ আর কালো বিডস দেওয়া কানের দুলে অভিনেত্রী দিব্যা দত্ত পশ্চিমী ঢং তো রেখেছেন অবশ্যই, কিন্তু, তাঁর ফ্লোরাল শাড়ির গুনে সাজটি হয়েছে এক্কেবারে ভারতীয়।
অভিনেত্রী জাহ্নবী কাপুরও এথনিক সাজের সঙ্গে পশ্চিমী সাজ যোগ করেছেন আত্মবিশ্বাসের সঙ্গেই।
ডিপ নেক স্লিভলেস ব্লাউজটি নীল ওড়না আর ঘাগড়ার সঙ্গে বিশেষ উষ্ণতা জুড়ে দিয়েছে।
নব্বইয়ের দশক থেকেই তিনি নজরকাড়া, আধুনিক ফ্যাশন দুনিয়াতেও তিনি সমান উজ্জ্বল।
স্লিভলেস ব্লাউজের সঙ্গে গাড় আর হালকা গোলাপির মিশ্রণে ঝকমকে শাড়িটি অভিনেত্রী কাজলের সাজকে একদম পারফেক্ট ফিউশন করে তুলেছে।
দক্ষিণী দুনিয়ার সাথে সাথে তিনি এখন বলিউডেও সমান জনপ্রিয়। ব্লেজারের সাথেও যে ভারতীয় মেয়েদের বিয়েবাড়ির সাজ সাজা যায়, তা শিখিয়েছেন সামান্থা রুথ প্রভু।
ওড়নার ওপরে ব্লেজার আর ডিপ নেক টপের সাথে তাঁর চোখের লালচে রোদচশমাটি তাঁকে যেমন সাহসী করে তুলেছে, তেমনই রেখেছে সুন্দরী রূপেও।
উন্মুক্ত বক্ষযুগলে শোল্ডার-লেস ব্লাউজ পরেও ভারতীয় ধাঁচ বজায় রেখেছেন শ্রদ্ধা কাপুর।
গলার ভারী চোকার আর ফ্লোরাল ঘাগড়ার পকেটটি শ্রদ্ধার সাজকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে। আরও পড়ুন- শ্রীদেবী আর বনি কাপুরের জন্যই কি ভেঙে গিয়েছিল জাহ্নবীর প্রথম প্রেম? অকপট স্বীকারোক্তি নায়িকারCat Sound: গভীর রাতে বিড়ালের ডাক শুনতে পাচ্ছেন? আপনার ভাগ্যে আসতে পারে কোনও খারাপ খবরSex Tips: হাতে সময় না থাকলে চটজলদি উদ্দাম যৌনরসের মজা উপভোগ করবেন কীভাবে?
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।
Sahely Sen