ফের শোকের ছায়া বিনোদন জগতে, প্রয়াত 'পরিনীতা'র পরিচালক প্রদীপ সরকার

Published : Mar 24, 2023, 09:40 AM ISTUpdated : Mar 24, 2023, 11:37 AM IST
Pradip sarkar

সংক্ষিপ্ত

শুক্রবার সকালে টুইটারে পরিচালক প্রদীপ সরকারের মৃত্যুর খবর টুইটারের মাধ্যমে জানান পরিচালক হনসল মেহতা

ফের ইন্দ্রপতন বলিউডে। ৬৭ বছর বয়সে প্রয়াত 'পরিনীতা'-এর পরিচালক প্রদীপ সরকার। বলিউডে 'পরিনীতা','মর্দানি'-এর মত একের পর এক মেইলস্টোন কাজ করে গিয়েছেন তিনি। শুক্রবার সকালে টুইটারে পরিচালক প্রদীপ সরকারের মৃত্যুর খবর টুইটারের মাধ্যমে জানান পরিচালক হনসল মেহতা। টুইটে তিনি লেখেন,'প্রদীপ সরকার, দাদা, আপনার আত্মার শান্তি পাক।' ২০০৫ সালে 'পরিনীতা' ছবির হাত ধরে বলিউডে যাত্রা শুরু। তারপর একের পর এক নজরকাড়া কাজ করে গিয়েছেন পরিচালক।

 

 

সূত্রের খবর বেশ কিছু দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন পরিচালক। কিডনির সমস্যা, পাশাপাশি রক্তে পটাশিয়ামের পরিমাণ কমে যাওয়া ইত্যাদি নানা সমস্যায় ভুগছিলেন তিনি। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, কিডনির ডায়ালিসিস করা হয়েছিল তাঁর। তবুও রক্তে পটাশিয়ামের মাত্রা বিপুল হারে কমছিল। সেই অবস্থাতেই চিকিৎসা চলছিল তাঁর। অবশেষে শুক্রবার ভোর রাতে প্রয়াত হন তিনি। শুক্রবার বিকেল ৪টেয় সান্তাক্রুজে দাহ করা হবে তাঁকে।

২০০৫ সালে প্রথম 'পরিনীতা' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন প্রদীপ। তারপর একের পর এক ব্লগ ব্লাস্টার। ২০০৭ সালে মুক্তি পায় প্রদীপ সরকার পরিচালিত 'লগা চুনরি মে দাগ', ২০১০ সালে 'লাফাংগে পরিন্দে', এবং ২০১৪ সালে মুক্তি পায় 'মর্দানি'র মতো ছবি। এই ছবি রীতিমত সাড়া ফেলে দিয়েছিল বিনোদন জগতে। বাংলি পরিচালকের দাপটে কেঁপে উঠেছিল বলিউড। পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শোকবার্তা জানিয়েছেন হনসল মেহতা, অজয় দেবগন এবং মনোজ বাজপেয়ীও। প্রদীপ সরকারের বানানো শেষ সিনেমা 'হেলিকপ্টর এলা'। এছাড়া 'ধুম পিচাক ধুম', 'মায়েরি', 'আব কে সাওয়ান'-এর মত গানের ভিডিও বানিয়েছিলেন তিনি।

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?