'তোমার জন্য অনেক ভালোবাসা অপেক্ষা করছে', জুনিয়র কপুরকে স্বাগত জানালেন করণ জোহর

Published : Nov 06, 2022, 08:40 PM IST
Karan johar, Alia Bhatt

সংক্ষিপ্ত

'মায়াবী কন্যা'কে নিয়ে উচ্ছ্বসিত দুই পরিবার। উচ্ছ্বাস রণবীর-আলিয়ার আত্মীয় পরিজনদের মধ্যেও। এবার নব মা-বাবাকে শুভেচ্ছা জানালেন পরিচালক করণ জোহরও। ইনস্টাগ্রামে ছবি শেয়ারও করলেন 'নানা' করণ।

রণবীর কপুর ও আলিয়া ভাটের সন্তানকে স্বাগত জানালেন করণ জোহার। রবিবারই আলিয়ার কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। নতুন সদস্যকে ঘিরে আনন্দের জোয়ার বলিউডে। রণলিয়াকে ঘিরে শুভেচ্ছার জোয়ার সোশ্যাল মিডিয়ায়ও। 'মায়াবী কন্যা'কে নিয়ে উচ্ছ্বসিত দুই পরিবার। উচ্ছ্বাস রণবীর-আলিয়ার আত্মীয় পরিজনদের মধ্যেও। এবার নব মা-বাবাকে শুভেচ্ছা জানালেন পরিচালক করণ জোহরও। ইনস্টাগ্রামে ছবি শেয়ারও করলেন 'নানা' করণ।

রবিবাসরীয়র দুপুরে কপুর পরিবারে নতুন সূর্যোদয়। ছোট আলিয়াকে কোলে নিয়ে আবেগে ভাসল দুই পরিবার। খুশির জোয়ার বলিউডেও। রবিবার বিকেলেই রণবীর কপুর ও আলিয়া ভাটের সঙ্গে ছবি শেয়ার করে পরিচালক করণ জোহর বললেন,'নতুন সদস্যকে স্বাগত জানাই। আমি উচ্ছ্বসিত। তোমার জন্য অনেক ভালোবাসা অপেক্ষা করছে। রণবীর ও আলিয়াকে অনেক ভালোবাসা। গর্বিত নানা।'

 

 

পরিবারের নতুন সদস্যাকে স্বাগত জানাতে প্রস্তুত কাপুর পরিবার। রবিবারই খুশির খবর শোনালেন রনবীর-আলিয়া। কোল আলো করে এসেছে কন্যা সন্তান। জুনিয়র কাপুরের আগমনে খুশির বন্যা কাপুর-ভাট পরিবারে। রবিবার সকালেই হাসপাতালে পৌঁছেছিলেন মা সোনি রজদান ও শাশুড়ি নীতু কপুরও। নাতনিকে পেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টও শেয়ার করলেন ঠাকুমা নীতুকাপুর। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নীতু লিখলেন 'আশীর্বাদ'। শুধু নীতু কপুরই নয় নতুন সদস্যকে স্বাগত জানিয়ে নেট মাধ্যমে পোস্ট শেয়ার করলেন পিসি রিদ্ধিমা কপুরও। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে রণবীরের বোন লিখলেন ‘আজ জীবনের সেরা মুহূর্ত। নতুন সদস্যকে পিসির অনেক অনেক ভালোবাসা।’

 

 

এর আগে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন নিউ মম আলিয়া। 'আমাদের জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত', মা হওয়ার পর আলিয়ার প্রথম প্রতিক্রিয়ায় উঠে এল এক আবেগঘন মুহূর্তের ছবি। নিজের ইনস্টাগ্রামে সিংহ, সিংহীর সঙ্গে খুদে শাবকের ছবি শেয়ার করলেন নব অভিভাবক। 'সে এক ম্যাজিকাল গার্ল', কন্যা সন্তানকে পেয়ে লিখলেন সদ্য মা হওয়া অভিনেত্রী। রবিবাসরীয়র দুপুর আনন্দের জোয়ারের মাঝেই নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি লিখলেন,'আমাদের জীবনের সেরা খবর। আমাদের সন্তান জন্ম নিয়েছে, সে সত্যিই এক ম্যাজিকাল গার্ল। আমরা আজ অফিসিয়ালি অভিভাবক হলাম। আজ আমাদের আনন্দের ঠিকানা নেই। লাভ লাভ লাভ, আলিয়া ও রণবীর।'

চলতি বছরেই বিয়ে করেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিয়ের কিছুদিনের মধ্যেই জীবনে নতুন অতিথি আসার খবরও দিয়েছিলেন তাঁরা। তারপর থেকেই নানা সময় নানা খবর উঠে এসেছে সংবাদ শিরোনামে। রবিবার সকালেই হাসপাতালেই ভর্তি করা হয় আলিয়া ভাটকে। গুঞ্জন শোনা যাচ্ছিল যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন আলিয়া ভাট। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে বেলা ১টা নাগাদ সুখবর দিলেন দুই পরিবার। কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন -

নতুন সদস্যাকে স্বাগত জানাতে প্রস্তুত কাপুর পরিবার, ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট শেয়ার করলেন নীতু কাপুর ও রিদ্ধিমা কাপুর

'সে এক ম্যাজিকাল গার্ল',ছোট আলিয়াকে কোলে নিয়ে প্রথম প্রতিক্রিয়া অভিনেত্রীর

পরিবারে এল 'জুনিয়র কপুর', কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী আলিয়া ভাট

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?