
প্রয়াত ধর্মেন্দ্র। কদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। গতকাল বাড়ে জটিলতা। গতকাল ভেন্টিলেশনে দেওয়া হয় বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গতকাল অভিনেতাকে দেখতে তাঁর পরিবারের সদস্যরা থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা হাসপাতালে যান। আজ সকালে প্রয়াত হন অভিনেতা। ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা। ৮ ডিসেম্বর ৯০-এ পা রাখতেন অভিনেতা। কিন্তু, তার আগেই চিরঘুমের দেশে পারি দিলেন ধর্মেন্দ্র।
কিন্তু এখনও পর্যন্ত হাসপাতাল কিংবা অভিনেতার পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। প্রায় ১ সপ্তাহ ধরেই হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র। গতকাল তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে স্থানান্তরিত করা হয় ভেন্টিলেশনে। কদিন আগে, তিনি রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। তখনই তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। গতকাল অবস্থা সংকট জনক হলেও রাতের দিকে স্থিতিশীল হয়েছে বলা জানা গিয়েছে। ধর্মেন্দ্র পুত্র সানি দেওলের টিমের পক্ষ থেকে বিবৃতিও প্রকাশ করা হয়। সেখানে জানানো হয় অভিনেতা স্থিতিশীল। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার প্রয়াত হলেন অভিনেতা।
গত রাতে তাঁকে দেখতে যান তাঁর প্রিয় ছেলে সলমন খান। গিয়েছিলেন ইশা দেওল, ববি দেওল। দেখা যায় বলি দেওলের স্ত্রী তন্যা দেওলকে। হাসপাতালে যান করণ জোহর, রাজীব দেওল। গতকাল রাতের দিকে হাসপাতালে গিয়েছিলে শাহরুখ খান, আরিয়ান খান এবং গোবিন্দা। গিয়েছিল আমিশা প্যাটেল।
এদিকে, ১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরে- ছবি দিয়ে বলিউডে পা রাখেন। বহু ছবিতে কাজ করেছেন অভিনেতা। দীর্ঘ বছর ধরে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়েছেন। শেষ বার অভিনেতাকে দেখা গিয়েছিল, তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিতে। কৃতি শ্যানন ও শাহিদ কাপুর অভিনীত ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এদিকে ডিসেম্বরে মুক্তি পাবে ইক্কিস। এই ছবিতেও দেখা যাবে অভিনেতাকে। অভিনেতার প্রয়াণের পর মুক্তি পাবে ছবিটি।