প্রয়াত মালাইকা আরোরার বাবা, বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী অনিল আরোরা

বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। একটি বিল্ডিং-র ষষ্ঠ তল থেকে ঝাঁপ দিয়েছেন অভিনেত্রীর বাবা।

প্রয়াত হলেন বলিউড ডিভা মালাইকার আরোরার বাবা অনিল আরোরা। বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। একটি বিল্ডিং-র ষষ্ঠ তল থেকে ঝাঁপ দিয়েছেন অভিনেত্রীর বাবা। এমনই খবর সর্বত্র।

ঘটনাস্থলে পৌঁছেছে বান্দ্রা পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের দল। মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। এখনও মেলেনি কোনও সুইসাইড নোট। হঠাৎ করে কেন তিনি আত্মহত্যা করলেন তা সকলেরই অজানা। এদিকে জানা গিয়েছে বহুদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রীর বাবা। জানা গিয়েছে, মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন অনিল আরোরা।

Latest Videos

জানা গিয়েছে, মাত্র ১১ বছর বয়স, তখন তাঁর বাবা-মা অনিল আরোর এবং জয়েস পলিকার্পের বিবাহবিচ্ছেদ হয়েছিল। মালাইকা ও তাঁর বোন অমৃতা যার বয়স তখন ছিল মাত্র ছয়, তাঁদের মায়ের সঙ্গে থানে থেকে চেম্বুরে চলে আসেন।

এই সময় প্রকাশ্যে এসেছে মালাইকার পুরনো এক সাক্ষাৎকার ভাইরাল হয়। সেখানে সে বলেছিল, আমার একটি দুর্দান্ত শৈশব ছিল, তবে এটি সহজ ছিল না। এক কথায় বলতে গেলে, বলব, অশান্ত। কিন্তু, কঠিন সময়গুলো আপনাকে গুরুত্বপূর্ণ শিক্ষাও দেয়।

এদিকে ঘটনাস্থলে দেখা গিয়েছে আরবাজকে। আরবাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে মালাইকার। তাদের একটি ছেলে আছে। যে বর্তমানে আরবাজের সঙ্গেই থাকে। এদিকে সদ্য দ্বিতীয় বিয়ে করেন আরবাজ। অন্যদিকে, মালাইকের সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্কের কথা সকলের জানা। এখনও বৈবাহিক সম্পর্কে তারা আবদ্ধ হননি ঠিকই। কিন্তু, বহুদিন ধরে সম্পর্কে আছেন তারা। সে যাই হোক, সদ্য বাবার কারণে খবরে এলেন মালাইকা। কেন এমন ঘটনা ঘটাল তাঁর বাবা তা নিয়ে শুরু হল তদন্ত।  

Share this article
click me!

Latest Videos

‘Humayun Kabir যদি ব্যানার্জি হত, শোকজ করতেন?’ Mamata Banejee-কে চরম আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
"হোলি ! হালকা ড্রিঙ্কস অবশ্যই করেছি", পুলিশ আটক করায় এ কী বলছেন যুবক? দেখুন পুরো ভিডিও | Viral Video
হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে বিয়ে, কঠিন সিদ্ধান্ত পরিবারের! | North Dinajpur News Today
‘West Bengal-এ ভোট সন্ত্রাস শুরু করেছে Mamata Banerjee-র TMC!’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
ডাকাতির ছক বানচাল ! আগ্নেয়াস্ত্র সহ বারুইপুর থেকে গ্রেফতার সাত জন ডাকাত | South 24 Paragana News