মুক্তির ছাড়পত্র পেল কঙ্গনার ইমার্জেন্সি, কাঁচি পড়ল তিন দৃশ্যের ওপর

কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। ৬ সেপ্টেম্বর মুক্তির কথা ছিল কঙ্গনা পরিচালিত ছবিটি। ছবিটি পেয়েছে ইউ/এ তকমা।

 

Sayanita Chakraborty | Published : Sep 9, 2024 10:49 AM IST

বিতর্কের জট কাটিয়ে মুক্তির ছাড়পত্র পেল ইমার্জেন্সি। তবে, কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। ৬ সেপ্টেম্বর মুক্তির কথা ছিল কঙ্গনা পরিচালিত ছবিটি। ছবিটি পেয়েছে ইউ/এ তকমা।

যে তিনটি দৃশ্য বাদ দেওয়া হয়েছে, তার একটিতে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশি শরণার্থীদের আক্রমণ করছে। একজন সেনার হাতে একটি শিশুর মাথা থেঁতলে দেওয়ার দৃশ্য এবং তিনজন নারীর শিরচ্ছেদের দৃশ্য আছে। সঙ্গে একটি পরিবারকে তার পদবি পরিবর্তনের কথাও আছে।

Latest Videos

এদিকে এই ছবিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। সে আমলে ভারতে যে একুশ মাস জরুরি অবস্থা জারি ছিল, সেই সময় তুলে ঝরা হবে। ছবিতে চিত্রনাট্য ও পরিচালনা ও অভিনয়, তিনটিরই দায়িত্ব পালন করেছেন কঙ্গনা। 

 

শোনা যাচ্ছে, অপারেশন ব্লু স্টার -র কিছু প্রসঙ্গের সঙ্গে ১৯৭৫ সালে হওয়ার ভারতের জরুরি অবস্থা বড় পর্দায় দেখা যাবে। সে সময় ২১ মাস কেমন ভাবে কেটে তা তুলে ধরা হবে।

 

৬ সেপ্টেম্বর মুক্তির কথা ছিল ছবিটি। কিন্তু ট্রেলার লঞ্চের সময় থেকেই দেখা যাচ্ছে নানান বিতর্ক। বিভিন্ন মানুষ ছবিটি বন্ধ কারর দাবি করেন। আপতিত জানান শিখ সংগঠনগুলো। তারা ছবিটি নিষিদ্ধ করার দাবি করেছিল। অকাল তখত এবং শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি সহ বিভিন্ন শিখ সংগঠন থেকে এই দাবি তোলা হয়। সে যাই হোক, আপাতত কেটেছে সকল বিতর্কের জট। মুক্তি পাবে ছবিটি। এখন অপেক্ষা ছবির। মুক্তির পর ছবিটি ঘিরে নতুন বিতর্ক হয় কি না তাই দেখার।  

 

Share this article
click me!

Latest Videos

বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'আমরা ভরসা হারাচ্ছি! কর্মবিরতি উঠবে না' বৈঠক শেষে কড়া বার্তা Junior Doctors-দের | RG Kar Protest |