ফেব্রুয়ারি থেকে শুরু হবে War 2-র শ্যুটিং, জুটি বাঁধবেন হৃতিক ও জুনিয়র NTR

শীঘ্রই জুটি বাঁধবেন হৃতিক ও জুনিয়র NTR। কাজ করবেন War 2 ছবিতে। আর সেই ছবির শ্যুটিং নিয়ে খবরে বলিউড হৃতিক।

ফের খবরে হৃতিক রোশন। সদ্য মুক্তি পেল হৃতিক অভিনীত ফাইটার ছবির লুক। এই ছবিতে বায়ুসেনার চরিত্রে দেখা দেবেন হৃতিক। মিলেছে তার ঝলক। ছবিটি পরিচালনা করবন সিদ্ধার্থ আনন্দ। আর এরই মাঝে খবরে এল হৃতিকের নতুন ছবির কথা। শীঘ্রই জুটি বাঁধবেন হৃতিক ও জুনিয়র NTR। কাজ করবেন War 2 ছবিতে। আর সেই ছবির শ্যুটিং নিয়ে খবরে বলিউড গ্রিক গর্ড।

জানা গিয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে ওয়্যার ২ ছবির কাজ। ছবি পরিচালনা করবেন অয়ন মুখোপাধ্যায়। তবে, হৃতিক ফেব্রুয়ারি থেকে শ্যুটিং শুরু করলেও জুনিয়র এনটিআর যোগ দেবেন এপ্রিল বা মার্চ মাস থেকে।

Latest Videos

আপাতত জুনিয়র এনটিআর জাহ্নবী কাপুরের সঙ্গে দেবা ছবির শ্যুটিং করছেন। এই ছবির কাদ শেষ হওয়ার পর তিনি অর্থাৎ জুনিয়র এনটিআর যোগ দেবেন ওয়্যার ২ ছবির কাজ। এই ছবির কাজ শেষ করে জুনিয়র এনটিআর যোগ দেবেন ৩১-র কাজ। ৩১ ছবিটি পরিচালনা করবেন প্রশান্ত নীল।

সব মিলিয়ে একাধিক বলিউড তারকার সঙ্গে কাজ করতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। জাহ্নবী কাপুর, হৃতিক রোশানের সঙ্গে কাজ করবেন। ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়্যার ২ ছবির কাজ। যশরাজ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ ছবি ওয়্যার ২। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ওয়্যার । এবার আসছে তারই সিক্যুয়েল। ২০১৯ সালে ওয়্যার ছবিটি প্রায় ৩০০ কোটির ব্যবসা করেছিল। সেই ছবিতে ছিলেন হৃতিক রোশন ও টাইগার স্রফ। আর এবার আসতে চলেছে ওয়্যার ২। ছবিতে প্রখমবার জুটি বাঁধবেন হৃতিক ও জুনিয়র NTR। ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ছবির শ্যুটিং। সব মিলিয়ে খবরে এলেন হৃতিক রোশন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Shah Rukh Khan: ছবি মুক্তির আগে গেলে বৈষ্ণদেবী দর্শনে গেলেন বাদশা, ভাইরাল হল ভিডিও

Srabanti: গুরুতর আহত অভিনেত্রী শ্রাবন্তী, ঢাকার হাসপাতালে ভর্তি হলেন নায়িকা

 

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari